আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে নিম্ন রুচির ছেলেরা আসে কী করে !!!

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ

আমি সামুতে অল্প কয়েকদিন হলো ব্লগিং করি। এই কয়েক দিনেই আমি সামুকে পছন্দ করে ফেলেছি। আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নেই। আমার বাবা মা কোনো দিন দিবে বলেও মনে হয় না। তাই স্টাডি রুমে গিয়ে নেট ব্যাবহার করতে হয়।

ওইখানে প্রায় সময়ই আমার বাবা-মা থাকে বলে নেট ব্যাবহারের সময় ও কম পাই। এর মধ্যি আমি সামু,ফেসবুক সহ আরো অনেক সাইট ঘুরে আসি। অন্য সাইট গুলো একটু আড়ালে খুললেও সামু বাবা-মার সামনে খুলতে আমার দ্বিধা নাই। এই সাইটায় ব্লগিং শুরু করার আগে থেকেই দেখতাম নাফিস ইফতেখার, ত্রিভুজ, নীলপরী আপুসহ আরো মনে না রাখা অনেকের ব্লগ। একদিন সাহস করে একাউন্ট খুলে ফেললাম।

আর কঠিন মডারেশন আছে বলেই বাবা মার সামনে এটা খুলা কোন ব্যাপারই না। কিন্তু কিছুদিন ধরে দেখছি সামুতে খুব খারাপ কথা ব্লগিত (উচ্চারিত'র ব্লগিং ভার্শন) হচ্ছে। আর সেদিন কোন ব্লগার জানি একটি খারাপ কথা সরাসরি লিখেছে, তা আবার হোম পেজে সুন্দর করে দেখা যাচ্ছে। তখন বাবা বই পড়ছিল, ভাগ্যিস বাবা দেখেনি। আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম।

এসব কথা শুধুমাত্র নিম্ন রুচির লোকজন্দের মাঝে অবলীলায় উচ্চারিত হয়। আমি এতদিন জানতাম নিম্নরুচির ছেলেদের ইন্টারনেট দৌরাত্ব শুধুমাত্র ফেসবুক পর্যন্ত। এখন দেখছি তা সামু পর্যন্ত চলে এসেছে !!! কোথায় সামহোয়ার, কোথায় তোমার মডারেশনের ঝলকানি ? দেখিয়ে দাও যে সবাই তোমার উপযোগী না, শুধুমাত্র ভাষা ঠিক করেই যেন সবাই তোমার গায়ে হাত বুলায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।