আমাদের কথা খুঁজে নিন

   

কানঁ না দেখে চিলের পিছনে দৌড়-প্রসংগ ডঃ ইউনুস।



দেশের অনেক পত্রিকাই ড: ইউনুসকে নিয়ে লেখা হচ্ছে। ধিক্কার দিচ্ছে,ব্যাঙ্গাতক করছে। কয়েক বছর আগেও এই লোকটিকে নিয়ে মারা মারি হয়েছিলো কে বা কোন সংগঠন কোন তারিখে সংর্বোধনা দিবেন। যা হোক আমাদেরে আচারন এই রকমই। আমাদের বাংলা ভাষীদের বিশেষ করে বাংলাদেশের গ্রামে লক্ষ করা যায়, মানুষ দুইপ্রকার মানুষের সমালোচনা করে।

১) গরীব মানুষের । ২) নতুন কেউ বড় লোক হলে। আমরা অনেকেই হয়ত এইরকম চিত্র দেখেছি। আমি একটি গ্রামের গল্প শুনাতে চাই, যদি কোন ত্রুটি থাকে মাফ করবেন। কারন জানি অনেক মুরব্বী ব্লকার এখানে আছেন।

একগ্রামের তিনটি পাড়া। দু'পাড়ার মধ্যে একজনছিলেন গরীব আর অন্য পাড়ার একজন ছিলেন উর্ত্তি বড়লোক। দুইজন গন্ডগোল করতে করতে অনেক লোক জোড় হলো। প্রথমে দু'একজন করে মজা করতে করতে গ্রামের অনেক লোক জোড় হলো। বিচার এর প্রসঙ্গে ভিক্টিম দুই ব্যাক্তি কি নিয়ে অভিযোগ করবে তা তারা নিজেরাও জানতেন না।

দুই পক্ষ নিলো গ্রামের মানুষ । তারপর দুই পক্ষের মধ্যে ভিষন মারা মারি হলে। আহ্ত হলো। তারপর এই গ্রামের মাত্বব্বারা মিমাংসা করতে না পেরে পাশের গ্রামের মাত্ববার ডাকা হলো কোন লাভ হলোনা। এরপর দশগ্রামের মাত্ববর এসে শুনলর আসল ঘঠনা কি? যারা দশগ্রামের মানুষ ডাকল তারা আসল ঘটনা কি তাই জানেনা।

। এটাই আমাদের চরিত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.