আমাদের কথা খুঁজে নিন

   

রাণী মুখার্জির রান দেখতে ২৫০০০ টাকার টিকেট!!!!!!!!!!!!!


কয়েকদিন পর ঢাকায় আসছেন বলিউড তারকা শাহরুখ খান। তিনি আর্মি স্টেডিয়ামে ওপেন পারফর্ম করবেন। আর এই পারফর্ম দেখতে হলে নাকি ৩০০০ থেকে ২৫০০০ টাকার টিকেট লাগবে। কিন্তু কেন? কেউ জানে না। আচ্ছা তিনি কি গানের শিল্পী নাকি নাচের শিল্পী যে তার ওপেন পারফর্ম দেখতে এত টাকার টিকেট লাগবে, তারও কোন উত্তর নেই।

যতদূর জানি তিনি একজন চলচিত্র তারকা। আর চলচিত্র তারকারা যে পরিচালকের বাধা বলি আওড়ে থাকেন তাও তো সবার জানা। তাছাড়া আর্মি স্টেডিয়ামে তো তিনি কোন চলচিত্রের অভিনয় করেও দেখাবেন না। আর চাইলেও সেটা সম্ভব না। কারণ খোলা মাঠে আর যাইহোক চলচিত্র হয় না।

তাহলে তিনি তার ভক্তদের কি দেখাবেন? তার উত্তরে শুনলাম তিনি তো একা আসছেন না। সাথে আছে রাণী মুখার্জিসহ বলিউডের অনেক নামীদামি তারকা। তারা সবাই মিলে তাদের অভিনিত বিভিন্ন চলচিত্রের গানের সঙ্গে হাফপ্যান্ট পড়ে নৃত্য করবেন। আচ্ছা এই তাহলে আসল রহশ্য, যাক এখন একটা প্রশ্ন করি, প্রচারণা চলছে শাহরুখের নামে, কিন্তু সবাই যখন হাফপ্যান্ট পড়ে নাচবেন তখন দর্শকদের দৃষ্টি কি শাহরুখের রানের দিকে থাকবে নাকি রাণী মুখার্জির রানের দিকে? না, উত্তর দিতে হবে না। আরো একটা প্রশ্ন করি, কয়েকদিন আগে সৌরভ গাঙ্গুলি এসেছিলেন তখন তাকেঁ দেখার জন্য কত টাকার টিকেট কাটতে হয়েছিল? প্রশ্নটা অবান্তর মনে হচ্ছে, তাই না? শাহরুখ খান হলেন বলিউড তারকা আর সৌরভ হলেন ক্রিকেটার, দুইটা এক হলো?? না আসলেই এক হলো না।

তাই অন্য প্রসঙ্গটানি, কয়দিন আগে তো সঞ্জয় দত্ত এসেছিলেন; তখন দর্শকরা কত টাকার টিকিট করে তাঁকে দেখতে গিয়েছিলেন?? আসল ব্যাপার অন্যখানে। এমএলএম-এর নামে এই দেশে অনেক কোম্পানি তৈরি হয়েছিল এর মধ্যে মানুষের মাথা বিক্রি করে ফুলে ফেঁপে উঠেছে একটি কোম্পানি। এখন তারা মানুষের মাথা বিক্রির টাকায় পত্রিকার করেছে, টিভির মালিক হয়েছে। আর সেই টিভির নামে এদেশের নতুন প্রজন্মের মাথা খাওয়ার হাতিয়ার হিসেবে পণ্য বানিয়েছে শাহরুখদের।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।