আমাদের কথা খুঁজে নিন

   

রাণী মৌমাছি - ২



গতকাল পোস্ট করেছিলাম "রাণী মৌমাছি"। Click This Link আজ সকালে ঘুম থেকে উঠে মশারি খুলতে গিয়ে চোখে পড়ল জানালার কাঁচের বাইরে একটা মৌমাছি মরে মাকড়সার জালের সাথে ঝুলে আছে। তাহলে কি সেই রাণী মৌমাছিটার এই পরিণতি হয়েছে? বারান্দায় গিয়ে ভালো করে তাকিয়ে দেখলাম এটার রং কালচে, সোনালী নয়। স্বস্তির নিশ্বাস ফেলে ঘরে ঢুকতে গিয়ে চোখ পড়ল বারান্দার সিলিংএ। দেখি যাকে খুঁজছি সে মৌচাক বানাতে ব্যস্ত। এরই মধ্যে চার পাঁচটা খোপ বানানো হয়ে গেছে। মনের মধ্যে হালকা একটা অনুশোচনা ছিলো সেটা মূহুর্তেই কেটে গেলো। নিজের অজান্তেই বলে উঠলাম, ভালো থেকো bee-bee.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।