আমাদের কথা খুঁজে নিন

   

নভেম্বরে দেখা মুভিস ....



এম্নিতেই সিনেমা দেখা হয় কম, নভেম্বরেও বেশী একটা দেখার সুযোগ হয় নাই। তারই একটা তালিকা দিলাম। মূল তালিকা এখানে .. http://goo.gl/eaUXB আপনিও শেয়ার করতে পারেন এখানে। The Usual Suspects: কেভিন স্পেসি অভিনীত সিনেমা। ১৯৯৫ সালের সিনেমা, কিছু সিনেমা আছে যার এন্ডিং খুব টুইস্টিং।

বোধহয় এই সিনেমাটা তার গুরু। সিম্পলি অসাম মুভি। মাস্ট অ্যান্ড মাস্ট সি। The Isle: কোরিয়ান সিনেমা। কিম কি দুকের প্রেমে পড়ে এই সিনেমাটা দেখা।

বিস্তারিত পোস্টে আছে। এইটা নিয়া এক্টা রিভিউ লিখছিলাম। Old Boy: এই সিনেমাটাও কোরিয়ান সিনেমা। এই সিনেমাটা নিয়ে আমার সাম্প্রতিক মন্তব্য: “আজগুবি সিনেমা- এমন কমেন্ট করাটা নেহায়েতই আজগুবি হবে। ” ক্রাইম আর রিভেঞ্জে এর সিনেমা The Bow: আরেকটা কিম কি দুক।

নাম দ্য বো, ২০০৫ সালের সিনেমা। এইটাও মাথার উপ্রে দিয়া গেছে। অবশ্য সিনেমাটা দেখছি সাউন্ড ছাড়া, সাউন্ড ইন্সটল করা হয় নাই এখনো। Madly Bangali : জীবনমুখী গায়ক অঞ্জন দত্তের পরিচালনা, অসাধারণ সিনেমা। চারটে ছেলে মিলে একটা বাংলা রক ব্যান্ড গড়েছিল একসময়, তাদের সাথে জুটে গিয়েছিল স্যান নামে এক পাগলাটে লোক।

সেই ব্যান্ডটাকে একটা প্রতিযোগিতায় পার্ফম করতে নিয়ে গিয়েছিল …. জটিল সব গান আছে সিনেমাটায়। রক মিউজিক পছন্দ করেন এমন সবাই সিনেমাটা পছন্দ করবেন এটা বলা যায়। এক্টা রিভিউ লিখছি এইটা নিয়া ... কোথাও দেই নাই এখনো, পড়ে দিবো কোন একসময়। আরও দুইটা কিম কি দুক। Time: একই ফেস দেখতে দেখতে বয়ফ্রেন্ড ক্লান্ত হয়ে যাবে এই ভয়ে মেয়েটা তার ফেস পরিবর্তন করে ফেললো বয়ফ্রেন্ডকে না জানিয়েই … কিন্তু নতুন কোন মেয়েকে ভালো লাগছে না সেই ছেলের, কারণ পুরানো গার্লফ্রেন্ডকেই তার বেশী করে মনে পড়ছে… ৪/৫ Dream: একটা ছেলে স্বপ্নে যা দেখে ঠিক একই সময়ে সেই কাজটাই করে একটা মেয়ে… ৪.৫/৫ আফসোস এক মাসে মাত্র সাতটা সিনেমা ....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.