আমাদের কথা খুঁজে নিন

   

অমনি কেঁদে লজ্জাতে



মায়ের শাড়ী হার পরে, ঝুমকো কানে, তারপরে পরল যখন টিকলি না, বউটি যেন ঠিক লীনা। ‘চমকে দেব আব্বুকে’, এমনতরো ভাব বুকে বসল লীনা চুপ করে, ঘোমটা টেনে খুব করে। আপিস ফেরত আব্বু যে লীনার মনের ভাব বুঝে মিষ্টি করে কয় ডেকে, বউ বুঝি মুখ রয় ঢেকে? ঢাকলে দেখা সাধ্যে কি, মুখ খোল বউ দাঁত দেখি! যেই দেখালো দাঁত লীনা, আর না খেলায় মাত লীনা, দাঁতগুলো তার ফোকলা যে, তাই সে গিলে ঢোঁক লাজে। আব্বু বলেন ধুত্তুরি, বউটি বুড়ো থুত্থরি। অমনি কেঁদে লজ্জাতে, গড়ায় মেয়ে শয্যাতে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।