আমাদের কথা খুঁজে নিন

   

ফিয়ার অব জেনারেল নলেজ! - ২



[সাধারণ জ্ঞান। বিশাল এক তথ্যভান্ডার। কথায় বলে সাধারণ জ্ঞান পাণ্ডিত্য অপেক্ষা অধিক মূল্যবান। বাট.. এতগুলো তথ্য একসাথে মনে রাখা আমাদের পক্ষে অসম্ভব। অনেক সময় বোরিং ফীল হয়।

সাধারণ জ্ঞানের এ ভীতি দূর করতে কোচিং ক্লাসে স্যার আমাদের প্রায়ই বিভিন্ন সাধারণ জ্ঞানের তথ্যাবলীকে একটি বিশেষ টেকনিকে আত্মস্থ করে দিতেন। আমার সাধারণ জ্ঞানের নোট থেকে ধারাবাহিক ভাবে আপনাদের সাথে সেসব শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদের অভূতপূর্ব সাড়ায় আমি সত্যিই আনন্দিত। আজ দ্বিতীয় কিস্তি। প্রথম কিস্তিটি এখানে] ------------------------------- সেভেন সিস্টার্স (Seven Sisters) ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়।

৭টি রাজ্য মনে রাখার সহজ কৌশল, অরুনাচলে মেঘ আসায় মনি মিজোরামের ত্রি নাগাল পেল না। এবার সঙ্কেতগুলো খেয়াল করি, ১. অরুনাচল = অরুনাচল ২. মেঘ = মেঘালয় ৩. আসা = আসাম ৪. মনি = মনিপুর ৫. মিজোরাম = মিজোরাম ৬. ত্রি = ত্রিপুরা ৭. নাগাল = নাগাল্যান্ড। সাথে থাকুন.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।