আমাদের কথা খুঁজে নিন

   

ছাগ-বান্ধব ব্লগসাইট তো প্রচুর আছে... অনুভূতিপ্রবণেরা সেখানে হিজরত করলেই পারে?

নাচতে জানি না

টিকতে না পেরে আজ দেখা যাচ্ছে অনেকেই কান্নাকাটি জুড়ে দিয়েছে। জানাপু জানাপু করে তাদের জের বার হয়ে যাচ্ছে। কিন্তু এসব করে কি লাভ? বাংলাদেশের অসংখ্য মানুষ শিক্ষার প্রকৃত আলো না পেয়ে ধর্মের দারস্থ হয় কিছু দার্শনিক চিন্তার উত্তরের আশায়। ধর্ম সে সুযোগ নিয়ে তাদের গছিয়ে দেয় মিডলিস্টার্ন একটা বাজে রদ্দি মাল। সেটার নানাবিধ ক্যাঁচ ক্যাঁচ ঝক্কর ঝক্করের জ্বালায় অনাদিকালের অসাম্প্রদায়িক বাঙালী তাই টুটি চিপে ধরে সেই মিডলিস্টার্ন রদ্দির কারবারীদের।

কারবারীরা বহুত হুঁশিয়ার। চাতুর্যের চরম পরাকাষ্ঠার জোরেই এরা আজ-অব্দি টিকে আছে গরীবী আক্রান্ত সব ভূখন্ডগুলিতে। এরা সুযোগ বুঝে নানান ভেক ধরে। আজ ব্লগে 'উঁহু উঁহু... আমি কিন্তুক কাঁদাপো...' ভেক ধরেছে এরা। গেলো রে.. আমার পোঁদ গেনুরে.. জাতীয় পোস্ট দিয়ে জানা'পুর প্রাণের ব্লগ সামু'র মোজা ভিজিয়ে ফেলছে রে।

পাশে দাড়িয়ে থাকা বাংলার দামাল ছেলে, যুগের প্রয়োজনে যাদের হাতে উঠে আসে কলম, কিবোর্ড অথবা রাইফেল, দাড়িয়ে দেখে মুখে ছাগলা দাড়ির সেই ধর্মছাগলগুলির সেই নিদারূন মায়াকান্না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।