আমাদের কথা খুঁজে নিন

   

" ছাগু ফাইটিং এর কি বোর্ডের আড়ালে ছাগু এবং ছাগবান্ধব " by নীলচাষী এই পোস্ট টি আমি চাই , আছেন কোনো ভাই ও বোনেরা , এই পোস্ট টি দিয়ে আমাকে কৃতার্থ করবেন ????????

বাংলা লায়ন এর টেকনিক্যাল সমস্যার কারণে গতকাল থেকে ঠিকমত নেট ব্যবহার করতে পারছি না। এর চেয়েও ভয়ানক ব্যপার হচ্ছে আমি প্রক্সি ছাড়া সামুতে ঢুকতে পারছি না ( এটা বাংলায়ন এর টেকনিক্যাল সমস্যা , গুগল ছাড়া অন্যকিছু এমন কি ফেসবুকেও আমি প্রক্সি ছাড়া ঢুকতে পারছি না ) । তাই বিশাল বিনোদন মিস করলাম দয়া করে কেউ কি আমাকে এই " ছাগু ফাইটিং এর কি বোর্ডের আড়ালে ছাগু এবং ছাগবান্ধব " by নীলচাষী ; পোস্ট টি দিয়ে কৃতার্থ করবেন ?????? কারণ আমি নিজেও ছাগু ফাইটার , দেখি কি কি চাপাবাজি আছে ওখানে । আর হেফাজতে ইসলাম থুক্ক জামায়াত এর সমর্থকদের কাছে নিচের ছবিগুলোর জবাব চাই । উহারা নাকি জামাত না তাহলে এই ছবিগুলোর মানে কিরে ছাগুর দল ?????? মেশিনম্যান সাঈদীর ব্যপারে হেফাহতে ইসলাম থুক্ক জামায়াত এর এত মাথাব্যথা কেন ????????? আর সব ব্লগার কি নাস্তিক যে সবাইকে নাস্তিক বলছিস ছাগুর দল ???? আর মনে রাখিস কোনো মুসলমানকে যদি কেউ নাস্তিক বলে আর সেই মুসলমান যদি নাস্তিক না হয় তাহলে যে বা যার নাস্তিক বলেছিলো সে কাফের এ পরিণত হবে ।

তাই বর্তমান সরকার কে নাস্তিক বলার কারণে , শাহবাগ এর আন্দোলনকারীদের নাস্তিক বলার কারণে " হেফাজতে ইসলাম থুক্ক জামায়াত " কাফের এ পরিণত হয়েছে । আসুন আমরা এই মুনাফিকদের বর্জন করি । আর একটা কথা সব মিলিয়ে বাংলাদেশের মোট ব্লগার ত্রিশ লাখের কাছাকাছি । এদের মধ্যে নাস্তিক ব্লগার মাত্র ৩২ জন , এবং মজার ব্যাপার হচ্ছে যে এদের মধ্যে মাত্র চারজন এর আইপি এড্রেস বাংলাদেশের আর বাকী সবার আইপি এড্রেস বাংলাদেশের বাইরে । একথা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ সৃস্টি কর‌তে বাইরের একটা মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে ।

আপানারা আমার কাছে আইপি এড্রেস চাইতে পারেন কিন্তু কারো ব্যাক্তগত আইপি এড্রেস প্রচার করা আইনের পরিপন্থী তাই আমি এটা করতে পারব না । আর ১৯৫২'র ভাষা আন্দোলন এর সময়ে বলা হয়েছিলো যে এটা নাস্ইক দের আন্দোলন , ১৯৭১ সালে বলা হয়েছিলো মুক্তিবাহিনী হিন্দুদের বাহিনী , আর ১৯৯২ সালে শহীদ জননী জাহানার ইমাম যখন রাজাকারদের বিচারের দাবিতে গণআদালত শুরু করেছিলেন তখনো ওনাদের নাস্তিক বলা হয়েছিলো । তো এটা নতুন কিছু না যে শাহবাগ আন্দোলন কে নাস্তিকদের আন্দোলন বলা হবে এটাই স্বাভাবিক । কারণ এরা ধর্মব্যবসায়ী , এদের কাছে ইসলাম হচ্ছে ব্যবসার পুঁজি । এখানে আমার একটা পরিচয় দেই , আমি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে EEE তে পড়ছি এবং আমি মুসলিম , ব্লগিং করে ধর্মব্যাবসায়ীদের পরিচয় তুলে ধরতে গিয়ে এবং রাজাকারদের বিপক্ষে লিখতে গিয়ে আমার প্রচুর সময় নষ্ট হচ্ছে , কারণ আমি পোস্ট দেয়ার আগে যথেষ্ট তথ্যবহুল করার জন্য প্রচুর পরিশ্রম করি ।

ঘরের খেয়ে পড়াশোনার বারোটা বাজিয়ে ব্লগিং আমি করছি বিবেকের তাড়নায় । ১৯৭১ সালে শহীদ রুমী যুক্তরাষ্ট্রের ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি তে বৃত্তিসহ চান্স পেয়েও নিজের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা না করে দেশমাতৃকার টানে মুক্তযুদ্ধ করে বীরের মত শহীদ হয়েছেন , আর আমি ওনার মেধার কাছে কিছুই না , তাহলে আমি কেন ভূমিকা রাখব না রাজাকারদের নিশ্চিহ্ন করার জন্য ? শহীদ রুমীরা সোনালি জীবনের হাতছানি পায়ে ঠেলে নিঃস্বার্থভাবে নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের জন্য এক স্বাধীন সার্বভৈাম বাংলাদেশ উপহার দিয়েছেন , আর আমি তাদের উত্তরসূরি হয়ে জাতির এই ক্রান্তিলগ্নে যখন রাজাকাররা শহীদ রুমীদের স্বপ্নের বাংলাদেশ কুরে কুরে খাচ্ছে তখন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে বাসায় বসে থাকব আর পড়াশোনা করব ??????? কখোনই না কখোনই না কখোনই না । রাজাকারদের বিপক্ষে ব্লগিং আর শাহবাগে আন্দোলন কর‌তে গিয়ে আমার সি.জি.পি.এ কমছে কমুক , দরকার হলে বি.এস.সি প্রকোশলি হয়ে টিভি ফ্রিজ ঠিক করে পেট চালাব , সুন্দরী বউ এর আমার দরকার নেই , প্রেমিকা যদি ভাল চাকরি করি না দেখে চলে যায় যাক আমার কোনো সমস্যা নেই । শহীদ রুমীরা পেট চালানো আর সুন্দরী বউ এর কথা চিন্তা করে মুক্তিযুদ্ধ করে নাই , তাই আমিও শহীদ রুমীদের স্বপ্নের বাংলাদেশ রাজাকার আর ধর্ম ব্যবসায়িদের হাত থেকে মুক্ত করে ছাড়বই ইন শা আল্লাহ । হে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন ।

যেসব ছাগু বলছিস যে আমি ব্লগিং করে কত পাই তারা উপরের লেখাগুলো পড় , তারপর চিন্তা কর , তারপর আমি কত টাকা পাই ধরণের প্রশ্ন করে নিজেদের ছাগুত্বের পরিচয় দে । আমি কাপুরুষ না , তোদের কমেন্ট আমি মুছব না, তাহলে ভবিষ্যতে রাজাকার ও ছাগু মুক্ত বাংলাদেশে রাজাকার ও ছাগুদের নমুনা এবং ষড়যন্ত্র আমি জাদুঘরে দেখাবো কিভাবে ?????????????????????? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।