আমাদের কথা খুঁজে নিন

   

জুরিখ থেকে বলছি... (ব্রাজিল থেকে রাশিয়া তারপর কাতার .. ..আপডেটেড কে কতো ভোট পেলো)

নিজের ছাঁয়ার কাছ থেকে পালিয়ে থাকার প্রানান্তকর প্রচেষ্টায় আছি।
ফুটবল। । বিশ্বকাপ ফুটবল। ।

স্বাগতিক হতে চান????যোগ্যতা কি??? ফুটবলের তীর্থভুমী ইংল্যান্ড? বর্তমান চ্যাম্পিয়ন স্পেইন??? সবার চোখ ছিলো আজ ফিশ্ব ফুটবলের রাজধানী জুরিখের দিকে। । কারন আজ সেই দিন যে দিনটার জন্য এতো প্রচারনা চালালো সব ফুটবল পরাশক্তিরা। । ২ জন ফিফা কর্মকর্তা বরখাস্ত ও হলো।

। তারপর... সেপ ব্লাটার যখন ঘোষনা করলো ২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক হবে রাশিয়া তখন গোটা রাশিয়া জুরে শুরু হয়ে গেলো আনন্দ উতশব। । আর লন্ডন??? প্রায় মৃত নগরী। ।

হ্যা... টাইম জোনের সমস্যা, টিভি টেলিকাস্টের সমস্যা, ফিফার রেভিনিউ কম হবে...তার পর ও এতো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাশিয়া হলো ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক। । ডেভিড বেকহ্যামের অসাধারন উপস্থাপনা পারলোনা বিশ্বকাপকে ফুটবলের তীর্থভুমীতে ফিরিয়ে আনতে। । প্রথম রাউন্ডের ভোটা ভুটিঃ রাশিয়া ৯, স্পেইন/পর্তুগাল ৭, নেদারল্যান্ড/বেলজিয়াম ৪ , ইংল্যান্ড ২ ।

। ২য় রাউন্ডঃ রাশিয়া ১৩, স্পেইন/পর্তুগাল ৭,নেদারল্যান্ড/বেলজিয়াম ২ । । । ।

কাতার !! করবে বিশ্বকাপ আয়োজন !!! তারা কি আজ কাল দিবা স্বপ্ন দেখা শুরু করেছে???একেতো উচ্চ তাপমাত্রা,তার উপোর আবার অবকাঠামোগত দুর্বলতা... তারা কি করে বিশ্বকাপ আয়োজন করবে??? কিন্তু জুরিখে উপস্থিত ২২ জন ফিফা কর্মকর্তার তা মনে হয়নি। । তারা চেয়েছে মধ্যপ্রাচ্চে প্রথম বারের মতো বিশ্বকাপের আয়োজক কাতার হোক। । হ্যা... ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কাতার।

। (যে তাপমাত্রাতে খেলা হবে...আমাদের বাংলাদেশের একটা চাঞ্চ আছে এই বিশ্বকাপ বাংলার মাটিতে আনার কি কন???) কাতার ও রাশিয়াকে এখন অনেক কাজ করতে হবে বিশ্বকাপ কে তার মর্যাদার মতো করে আয়োজন করতে। । তারা আশা করি সেই চ্যালেঞ্জ মুকাবিলা করে আমাদের দিতে পারবে অসাধারন ২ টি বিশ্বকাপ ফুটবলের আসর। ।

জেনেনিন কে কে ভোট দিলোঃ সেপ ব্লাটার- সুইজারল্যান্ড জুলিয় গ্রন্ডনা- আর্জেন্টিনা ইসসা হায়াতঊ- ক্যামেরুন চুং মং জন- দক্ষিন কোরিয়া জ্যাক ওয়ার্নার- ত্রিনিদাদ এন্ড টোবাগো আঙ্গেল মারিয়া- স্পেইন মিচেল প্লাতিনি- ফ্রান্স গিওফ থম্পসন- ইংল্যান্ড মিকেল ডি’হোগ- বেলজিয়াম রিকার্ড টেক্সিরা- ব্রাজিল মোহাম্মদ বিন হাম্মাম- কাতার সেনেস এরজিক- তুরস্ক চাক ব্লাজার- যুক্তরাস্ট্র ওরাওই মাকুদী- থাইল্যান্ড নিকোলাস লেওজ- প্যারাগুয়ে জুনি ওগুরা- জাপান মারিওস লেফকারিতিস –- সাইপ্রাস জ্যাকুইস এনুমা- আইভরিকোস্ট ফ্রেঞ্জ বেকেনবাওয়ার- জার্মানি রাফাএল সাল্গুইরো- গুয়েতেমালা হেনি আবো রিডা- মিশর ভিতালী মুটকো- রাশিয়া আমি চেয়েছিলাম ২০১৮ টা হোক ইংল্যান্ডে ... হলোনা ...। । কি আর করার। । রাশিয়া আর কাতার কে হাততালি দেই...
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।