আমাদের কথা খুঁজে নিন

   

চলুন বেড়িয়ে আসি ফিফার হেড অফিস। (জুরিখ, সুইজারল্যান্ড) {একটি পরিপুর্ন ছবি ব্লগ}

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ১) রাস্তা কিন্তু ভুল কইরেন না। এ্যারো দেখে তারপর চলুন। ২) এটাই হলো ফিফার মুল গেইট। ৩)মুল গেইটের বাম পাশে একটি মাঠ।

৪) সরাসরি অফিসে যাবার রাস্তা। ৫) বাগান হয়ে অফিসে যাবার রাস্তা ৬) বাগানের ভিতর অতি সমৎকার একটি স্ট্যাচু। ৭) মুল অফিসের একটি দৃশ্য। ৮) দেখেন বাগানটি কেমন বানিয়েছে। ৯) অফিসের ঠিক বামপাশে একটি চমৎকার ফুটবল মাঠ।

মাঠের বামপাশ দিয়ে ফিফার সদস্যপ্রাপ্ত সকল দেশের পতাকা। ১০) দূর থেকে বাংলাদেশের পতাকাটা অনেক খুজলাম, কিন্তু বুঝা গেল না। ১১) অফিসের ভিতর। অরজিনাল বিশ্বকাপ। কিসুন্দর...... ১২) সব অর্জিনাল কাপ সাজিয়ে রাখা হয়েছে।

কিন্তু ডিসপ্লের মানটা সাধারণ মানের মনে হলো.... ১৩) চারিদেকেই গ্লাস। কোন দেয়াল নেই। ১৪) অর্জিনাল ফুটবল ও টি'শার্ট। ১৫) অনেক্ষন বসে বসে রেস্ট কর্লাম, আর মানুষের মুভমেন্ট অবলোকন করলাম। খুব বেশি বড় নয়।

হলরোম ব্যাতিত অন্যান্য অফিস কক্ষে যাওয়া যায় না। তাই.......... ১৬) বাহিরে চলে আসলাম। ১৭) বাহিরে এসে পার্কে হাটাহাটি করতে লাগলাম। ১৮) ডবল চলে আসছে ছরি...... ১৯) বাগান থেকে পুরু অফিসটি দেখতে এমন......... কেমন লাগল কমেন্টে জানাবেন কিন্তু!!! ২০) পুরুটাই যেন মনে হয় গল্ফ খেলার মাঠ। ২১) অফিসের বাহিরে এসে রাস্তা পার হয়ে গেলাম।

কখন যে একটি ঘন্টা চলে গেলো বুঝতেও পারিনি...... বৃষ্টি নামতে পারে তাই চলুন এই ট্রামে জুরিখ শহড়ে হোস্টেলে চলে যাই। আপনাদের ভাল লাগলে সামনের পর্বে জাতিসংঘের মুল ভবন নিয়ে পোষ্ট দিব। ইউরো ট্যুরের অন্যান্য ছবি ব্লগ গুলো শান্ত শহর ''রোটারডাম'' ১৮+ সিটি এ্যামস্টার্ডাম। আইফেল টাওয়ারের ৬০ টি ছবি। ৩০দিনের ইউরু ট্যুরের সার সংক্ষেপ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।