আমাদের কথা খুঁজে নিন

   

২০০৭ থেকে ২০১৩ খালি চোখে দেখা সামু ও হুমকি ধামকি এবং আমার ব্যক্তিগত ভাবনা ।

কামলা দিয়া খাই, পোষ্ট লিখার টাইম নাই । যারা এতদিন কোন পোষ্টে কমেন্ট দিতে পারেন নাই তারা আসেন কমেন্ট দিয়া যান । আমি আইলসা মানুষ তারপরও যে ক্যান আমারে লিখতে বাধ্য করা হয় বুঝি না ( লেখালেখি যে কত কষ্টের ওফ!)। আপনেরা সুন্দর সুন্দর পোষ্ট দিবেন আমরা পড়মু এটাই তো নিয়ম, না আপনারা নিয়ম মানবেন না খালি ক্যাচাল লাগাইবেন । আরে ভাই আপনার ক্যাচাল লাগাইলে আমরা যামু কই ? আমরা আম রিডারের কথা একটু মাথায় রাখেন ।

যাউকগা কথা অন্য দিকে যাইতাছে গা লাইনে আহি ২০০৭/৮ থেকে আজকে পর্যন্ত সামুথে আমি ৪/৬ ঘন্টা করে কাটাই নিজের (ঢোল নিজে পিটায় পরে যদি ফাইটা যাই )। আমার ব্লগ দেখা শুরু হয় আমার ব্লগ থেকে সেখান থেকে কোন ব্লগাররে লিংক থেকে সামুতে আসা ( সামুতে আসার পর আর কোথাও যাওয়া হয় নাই)। আমুতে কিছুদিন ছিলাম সেখানে অনেক গালাগালি হতো ( কয়েক জন বন্দুরা মিলে আড্ডা দিলে যা হয় আরকি)। পরে আরও কিছু ব্লগের সৃষ্টি হয় যে গুলোতে ভিজিট না করলেও মোটামুটি ধারনা করা যায় কি চলতো বা কি চলে । অন্যান্য ব্লগগুলো থেকে সামু ছিলো মোটামুটি ব্যতিক্রম ।

এখানে কবিতা, গল্প, রম্য, ফান, টেক ও আড্ডা চলত যাতে সবার অংশগ্রহন থাকতো যা অন্যান্য ব্লগ থেকে সামুকে আলাদা করে দেখায় (অন্য ব্লগগুলোতে রাজনীতি ছাড়া এগুলোর চর্চাই ছিলোনা) । যার কারনে অল্প কিছুদিনের মধ্যে সাধারন ব্লগারদের মধ্যে সামু জনপ্রিয় হয়ে উঠে । অস্বিকার করার উপায় নেই সামু থেকে অনেক কিছু শিখেছি ( হয়তো সব ব্লগারের আমার মত ধারনা ) । এখান থেকে অনেক সাহায্য মুলক কার্যক্ক্রম পরিচালিত হয়েছে যা সত্যিই প্রসংসার দাবিদার । কিন্তু ধিরে ধিরে সামুতে গ্রুফিং শুরু হয় ।

অনেক ভাল ব্লগার সামু ছেড়ে চলে যায় । আর যারা আছে তারা পোষ্ট দেওয়া কমিয়ে দেয় । এখনো অনেক ব্লগার লগইন আছে কিন্তু পোষ্ট ও দেয়না কমেন্ট ও করেনা ( পাছে ভাবে কোন ক্যাটাগরিতে পড়লাম ) । আমার মনে হয় অন্য ব্লগ গুলো থেকে সামু এখন আর আলাদা নয় ( যে পরিচয় সামু অনেকগুলো দিন সযন্তে ধরে রেখেছিল । এখন ভাবার সময় এসেছে কোয়ালিটি বড় না কোয়ান্টিটি বড় ( যদি ও আমার মনে হয় না কোয়ান্টিটি বাড়ছে আগেও সামুতে ২৫০ জনের কাছাকাছি ব্লগার লগইন থাকত এবং ভিজিটর ৮০০-১০০০)।

আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে চাই । (ধ্যাত আর লিখতে পারমুনা হাত ব্যাথা করে যায় চাঁ খাইয়া(পান করে) আসি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.