আমাদের কথা খুঁজে নিন

   

২০০৭ এর একটি রাত

..

মাঝরাতে এক ভয়াবহ শোর উঠেছিলো অনেক কন্ঠের ফিস্‌ ফাস্‌ আমি কিছুতেই দরোজা খুলিনি---- এই যে বীভৎস আর্তনাদের উৎস এর সাক্ষী হতে মন চায়না কখনো; জানালার শার্সিগুলো বারবার টানি সমস্ত ফাঁক-ফোকর বন্ধ করি। ধুপধাপ পায়ের শব্দগুলো একটি শিশুর ভীষণ ভয়ের আর্তনাদ এসব আমি এড়িয়ে যেতে চেয়েছি; নিজেকেও নিরাপদ রাখতে হবেতো---- কুকুরের মতো বিস্কুটের লোভে লালা ঝরানো এক জীবন তবু-- হে মহাজীবন তোমাকে কত ভালবাসি! একটি মাত্র গুলির শব্দ-- ঝনঝন শব্দে কোথাও বুঝি ভাঙ্গে কিছু কাঁচ ভয়ার্ত কন্ঠের কতগুলো আহা উহু আচমকা সব থেমে যায়।নিশ্চুপ মাঝরাত। একটি দাম্ভিক দ্বিচক্রযান------ প্রকট অহঙ্কারে রাজপথ মাড়িয়ে চলে গেলে ভয়ের কপাট খুলে আস্তে আস্তে কিছু নির্বাক মানুষ জড়ো হয় একটি লাল মানচিত্র ঘিরে সারারাত নিস্তব্ধ বসে থাকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.