আমাদের কথা খুঁজে নিন

   

আবারো আর্কাইভে ‘তুমি’

ড. আহাম্মেদ শরীফের থিসিস
এমন কোন স্বপ্ন নয় দেখেছি, যা হবার নয় সে তো, এমন কোন ঘর নয় ভেঙ্গেছে, আর গড়ার নয় আমি স্বপ্নের মাঝে স্বপ্ন গড়ে বাঁচি নতুন করে ভুল গুলো সব শুধরে নিয়ে ফিরে পাই নতুন আমায়, প্রতি ভোরে | বেদনার রং নীল শুনেছি রংহীন বেদনা, মনের ক্যানভাসে আকাশের মেঘগুলো ভীষন কালো আমার মাঝে শুভ্র মেঘ ভাসে সে তো, এমন কোন কথা নয় বলেছি, আর বলার নয় এমন কোন প্রেম নয় করেছি, যা ভুলার নয় আমি একবার, দুবার হারাবো প্রতিবার নুতন ‘তুমি’-র গভীরতায় দৃশ্যের পটে বদলে যাবে অভিনেত্রী আভিনেতা সেই আগের আমি বদলাবার নয় |
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।