আমাদের কথা খুঁজে নিন

   

ইমান ও আকিদা মজবুত হলে প্রকৃত মানুষ হওয়া যায় :ছারছিনা পীর



স্বরূপকাঠি প্রতিনিধি ছারছিনা দরবার শরিফের পীর শাহ মোঃ মোহেবুল্লাহ বলেছেন, ইমান ও আকিদা মজবুত হলে প্রকৃত মানুষ হওয়া যায়। আল্লাহ ও তার রাসূলের প্রতিটি হুকুম-আহকাম মেনে চলা আমাদের প্রধান কাজ। তিনি বলেন, আধুনিক সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের সমাজকে কলুষিত করছে। এ থেকে পরিত্রাণের জন্য নিজের সন্তান, পরিবার, সমাজকে সচেতন করতে হবে। আর এ দায়িত্ব আল্লাহওয়ালা লোক হিসেবে আপনাদেরই নিতে হবে।

গতকাল মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতপূর্ব বয়ানে মুরিদদের উদ্দেশ করে তিনি বলেন, পীরের দরবারে আসবেন আর সে দরবারের নীতি-আদর্শ মানবেন না তা কি সম্ভব? ইসলামে জঙ্গিবাদ বা সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের নামে মানুষ খুন করা অনুমোদন করে না। সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি করাই ইসলামের কাজ। আখেরি মোনাজাতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম, পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মুনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা রুহুল আমিন খান বক্তব্য রাখেন।

সূত্র সমকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.