আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার- শিক্ষীত, অশিক্ষিত ও বেয়াদব জ্ঞানী

হাতছানি দেয় দূরে কেউ আমারে

বর্তমানে কম্পিউটার একটা খুবই প্রয়োজনীয় জিনিস। কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে কত লোক কত কি করছে! ব্যবসা, চাকুরী প্রভূতি। আর যারা জানে না তাদের কথা নাই বলি! বেয়াদব জ্ঞানী- বেয়াদব জ্ঞানীদের নিয়ে আজকের আলোচনা এবং সাজেশন দেওয়ার জন্য অনুরোধ। আমাদের একটা সাইবার ক্যাফে আছে এবং এখানে সফট্ওয়ারসহ নানা জিনিস বিক্রি করা হয়। কম্পিউটার সম্পর্কে কিছু ব্যাক্তিদ্বয় আছে যারা একটু জ্ঞান অর্জন করেই সাজেশন দিয়ে থাকে।

এই ধরুন- আপনি কাস্টমারকে একটা সম্পর্কে বোঝানো চেষ্টা করছেন, দেখবেন ঠিক তখনি হুটকরে এমন কথা বলবে যে কাস্টমার হয় ভয় পাবে কিংবা দ্বিধাদ্বন্দের মধ্যে পড়ে যাবে। আবার অনেক সময় আপনাকেই জ্ঞান দেওয়া শুরু করে যেটা সম্পর্কে আপনি ভালই জানেন সে সম্পর্কে। এমন এমন কথা বলবে যে আপনার রাগ ওঠে যাবে এসব বেয়াদব জ্ঞানী দের কথা শুনে। বেয়াদব জ্ঞানীদের কথা * ভাইয়া আমি সেভেন ব্যবহার করি এক্সপির সার্ভিস প্যাক ৩ দিলে ভাল হবে না! * এন্টিভাইরাস ছাড়া কম্পিউটার চলতেই পারবে না। * ১২৮ রেমে ৩৬০ গিগাবাইট হার্ডডিস্ক ভালোই চলে, না ভাইয়া * রাত্রি তিনটায় ফোন করে জিগ্ঞেস করে ভাই এক্সপি অনেক জনের কম্পিউটার দিয়েছি কিন্তু এটাতে এক্সপি হচ্ছে না, বায়োস খুজে পাচ্ছি না।

* বায়োস কি ভাইয়া, এক্সপির থেকে ভালো না, আমি আমার বন্ধুকে তাই বলি যে তুই বায়োস ব্যবহার কর। ৯৮ এক্সপি থেকে ভালো তাই না! সহ নানা রকম .......................... বেয়াদব জ্ঞানীরা সুযোগ পেলেই আপনাকে আপনার কম্পিউটার সম্পর্কে উল্টাপাল্টা জ্ঞান দেবে! আর সহ্য হয় না! ভাই জ্ঞান অর্জন করা ভাল। কিন্তু অযথা কোন কিছু না জেনে কম্পিউটার সম্পর্কে বড় বড় জ্ঞান দেওয়া ঠিক না!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.