আমাদের কথা খুঁজে নিন

   

গুগল স্ট্রিট ভিউ

ভিন্ন কিছু। মহৎ কিছু

গুগল ম্যাপের পরবর্তী প্রজন্মের প্রযুক্তি হিসেবে অনেকেই স্ট্রিট ভিউকে আখ্যায়িত করেন। ফুল ভিউ ও ক্যামেরায় তোলা স্পষ্ট ছবি থাকতে স্যাটেলাইটের ছবি অনেকেরই পছন্দ না হতে পারে। এছাড়াও উপর থেকে তোলা ছবি আর ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় এমন ছবির মধ্যে দ্বিতীয়টাই সবাই বেশি পছন্দ করবেন। গুগল ২০০৮ সালে স্ট্রিট ভিউ-এর কার্যক্রম শুরু করে।

গুগলের গাড়ি ক্যামেরা ছাদে নিয়ে নির্দিষ্ট জায়গার প্রতিটি রাস্তায় ঘুরে ছবি তুলে নেয় এবং পরবর্তীতে তা স্ট্রিট ভিউতে আপলোড করা হয়। কিন্তু এই সেবা চালু হওয়ার পর প্রাইভেসি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। কারো কারো বাসার দরজা খোলা থাকায় ঘরের ভেতর কী আছে তা প্রকাশ হয়ে পড়ছে, কেউ বা আবার স্ট্রিপ ক্লাব থেকে বের হওয়ার সময়ও গুগলের ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছেন। এই নিয়ে এ পর্যন্ত বহুবার মামলায় পড়তে হয়েছে গুগলকে। তবে সাধারণ মানুষের প্রতিবাদের মুখে সরকারিভাবে কেবল গ্রিস ও অস্ট্রিয়াতেই দেশজুড়ে গুগলের এই কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

ফলে গুগলের ক্যামেরা বসানো গাড়ি নিয়ে এই দুইটি দেশের রাস্তায় ঘোরাঘুরি বন্ধ হয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.