আমাদের কথা খুঁজে নিন

   

১০ বছর পর আর্কে হাসান ।

"বাউল মানুষ"

আর্ক এবং হাসান এই দুটি নাম একে অপরের পরিপূরক। কিন্তু বিগত দশ বছর ধরে আর্ক থেকে দূরে সরে ছিলেন ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট হাসান। আর্কের প্রতিষ্ঠাতা-দলনেতা আশিকুজ্জামান টুলুও চলে গিয়েছিলেন প্রবাসে। আবারও এক হয়েছেন হাসান ও আশিকুজ্জামান টুলু। হাত দিয়েছেন আর্কের পরবতর্ী অ্যালবামের কাজে।

দীর্ঘ এক দশক আর্ক থেকে দূরে সরে থাকার কারণ জানতে চাইলে হাসান বলেন- 'আমার আর টুলু ভাইয়ের মধ্যে কখনই কোনও ব্যক্তিকেন্দ্রিক ভুল বোঝাবুঝি ছিলো না। যে কারণে আমরা দূরে সরে ছিলাম, তা নিতান্তই দলকেন্দ্রিক ভুল বোঝাবুঝির ফলশ্রুতি। আর মানুষ কখনই তার জন্মভূমির সাথে বন্ধন ছিন্ন করতে পারে না। কেউ কিছুদিনের জন্য জন্মভূমি থেকে দূরে সরে থাকলেও নাড়ির টানে আবার সেখানে ফিরে আসতেই হয়। আর্ক বা টুলু ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ঠিক তেমনই।

' নতুন লাইন-আপে ব্যান্ডের প্রাক্তন সদস্য ও লিড গিটারিস্ট পঞ্চম থাকছেন না। আর বাদবাকি সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।