আমাদের কথা খুঁজে নিন

   

সামুর ফটোওয়াক..... বলধা গার্ডেন ২৬-১১-১০

এসো ভালোবাসা, একবার হলেও তুমি এসো...তারপর না হয় চলে যেও...কারন ওটাই অনেক সহজ...
২৫ তারিখ রাতের বেলায় ভাই বিদ্যাসাগর কল করল... বরাবরের মত উনার কথায় না করতে পারলাম না... তাই ২৬ তারিখ সকাল ৯:৩০ মিনিটে শাহাবাগ মোড়ে চলে গেলাম.... তারপর একে একে ক্যামেরাম্যান, হানি,লাভলুদা সাথে , বৃওবন্দী,গুরুজী,রাষ্ট্রপ্রধান,বিদ্যাসাগর,ইরিন আপু , মনসুর,গরমকফি, কালপুরুষ.... আরো অনেকের সাথে দেখা হল... সব থেকে মজার বেপার হল... সামুর নিক থেকে আমি যাকে যেভাবে ভেবেছিলাম..... পরে বেশ বড় ১টা ধাক্কা খাই.... তবে... উনারা সবাই এতো আন্তরিক যা ভাবাই যাই না..... উনাদের সাথে মিশে মনেই হইনি এটিই আমাদের প্রথম কোন দেখা.... আর দুপুরের স্টারের মাটন খিছুরি আর ফালুদা..... আর সবার সাথে আড্ডা.... খুবই ভাল ১টা দিন কাটালাম... আর যারা কোন সমাস্যায় এবার মিস করেছেন...তারা আসলেই কিছু মিস করেছেন..... ( বলধা গার্ডেন-এ যে কত ধরনের ফুল ফোটে..... আর কত রকমের ফুল...ধরে...তা না দেখলে বিশ্বাসই করা যায় না... )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.