আমাদের কথা খুঁজে নিন

   

মামু আর সামু নিয়া কনফিউজ



ঢাকায় আসার পর সবার মুখে মুখেই শুধু মামু আর মামু শব্দটা শুনতাম। এর মানে তখন বুঝতাম না। সবাই কেন এমন মামু মামু করে। রিক্শাওলাকে মামু, চায়ের দোকানদারকে মামু, ফুচকা দোকানদারকে মামু, বাসের কন্টাকটারকে মামু, কোথায় নেই মামু? আমি বুঝলাম না সবাই তাদের মায়ের ভাইকে এসব যায়গায় দেখতে চায় কেন? কিছুদিন ধরে অনেকের কাছে আরেকটা শব্দ শুনতেছি আর তা হল সামু আর সামু। ভাবলাম যাক লোকজন হয়তো মামু বাদ দিয়া এখন সামুতে অব্যস্থ হচ্ছে।

কিন্তু না আমার বুঝার ভুল। লোকজন মামুর বদলে সামু ব্যবহার করছে না। সামহয়ারইনব্লগকে লোক জন সংক্ষেপে সামু বলে। এবারও কিছু বুঝলাম না। কেন এখানে সামু ব্যবহার করা হচ্ছে।

তবে এইটুকু জানি এটা ছোট নাম। আর লোক জন তাদের প্রিয় জিনিসের ছোট নাম দেয়। তার মানে এটি অনেক জনপ্রিয় এখন সবার মাঝে। যাই হোক অনেকদিন আগে আমি এখানে একটি একাউন্ট করেছিলাম। তাড়াতাড়ি কম্পিউটারে বসে গেলাম।

কিন্তু হায় কপাল, যার নিজের নাম মনে থাকে না, যে নিজের মোবাইল নাম্বার ভিজিটিং কার্ড দেখে দেখে বলে, সে কিভাবে সামুর ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখবে? কি আর করার আরেকটি নতুন একাউন্ট করলাম। আশা রাখি ডুপ্লিকেট একাউন্টের কারনে এডমিন আমাকে বিতাড়িত করবেন না। আর করলে কি করার তৃতীয় একাউন্টটা তৈরী করে ফেলব। বাংঙ্গালী সহজে দমবার পাত্র নয়...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।