আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথের রাশিয়া ভ্রমনের ৮০ বছর পূর্তি!


বাংলাদেশ সাংস্কৃতিক, বিগ্গান ও তথ্য কেন্দ্র রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে একটি সেমিনার, সংগিতানুষ্ঠানের, চলচিত্র প্রদর্শন করে।অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে সেইন্ট পিটার্সবার্গের সংসদ সদস্যরা (এদিনায়া রাশিয়া, লিবারেল ডেমোক্রাটিক পার্টি), প্রফেসর এলেনা কিরিলোভনা -সেইন্ট পিটার্সবার্গের রাস্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য বিভাগ, বাংলা ভাষার ছাত্র-ছাত্রী, গবেষক, যুব মন্ত্রনায়ের প্রধান ভ্লাদিমির ভিক্তোরোভিচ, জাতীয় লীগের প্রধান ছকিয়েভ হামজাত গাজিমোভিচ, প্রাক্তন কৃষিমন্ত্রী সোভিয়েত ইউনিয়ন, ৭টি এন জি ও-র প্রধান ও তাদের সহকারীগন, কুনষ্ট কামেরা (রূশ যাদুঘর)-র প্রধান বিশেষগ্হ ইগর কোটিন, বাংলাদেশ বিষয়ক গবেষক মিস ওলগা মুলার (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে), ব্রম্মকুমারী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আল্লা পেত্রোভনা, রাষ্ট্রীয় দার্শনিক পরিষদের গবেষক ও সেক্রেটারী, ভারতীয় দুতাবাসের প্রতিনিধি রাধিকা লুকেশের পক্ষে আল্লা মিখাইলোভনা ছাড়াও আরও অনেক গন্যমান্য ব্যাক্তিদের উপস্হিতি অনুষ্ঠানটিকে উপভোগময় করে তোলে। রবীন্দ্র সংগীত ও কবিতা রুশদের মনমোহিত করে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।