আমাদের কথা খুঁজে নিন

   

লাজুক বালকের পথচলা

জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
জাবেদ ইকবাল: অন্যান্য দিনের মত সেই দিনও সন্ধায় বাসা থেকে বের হন। তবে উদ্দেশ্য ছিল ছবি প্রিন্ট করা। মালিবাগে একটি ছবি প্রিন্টের দোকানে গেলেন আর সেখানে দেখা হয়ে গেল দেশের নামকরা এক পরিচালকের সাথে।

আর প্রথম দেখাতে ডাকও পেয়ে সিনেমাতে অভিনয়ের। শুরুতে দ্বিধাতে ভুগলেও প্রথম সারির নায়িকার বিপরীতে অভিনয়ের কথা শুনে রাজি হয়ে যান। এমনই এক অদ্ভুত গল্প বলছিলেন বর্তমানের সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমান খান। গল্পের আলাদিনের চেরাগের গল্প সাথে তার সিনেমার আসার গল্প অনেকখানি মিল। সত্যি কি আলাদিনের চেরাগ পেয়েছিলেন? এমন এক প্রশ্নের জবাবে আমান খানের মুচকি হাসি মানে নিরবতাই সম্মতির লক্ষণ।

তবে নবতরুণ এ নায়কের পর্দায় অভিষেক হয় পি.এ.কাজলের পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ ছবির মাধ্যমে। ছবিতে তার বিপরীতে কাজ করেন জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে শুরুটা ভাল করলেও পরবর্তীতে নিজের অবস্থান ঠিক করতে অনেক যুদ্ধ করতে হয়েছে। এ ব্যাপারে আমাদের মিডিয়াকে আমনে জানান, হঠাৎ আচমকা সিনেমায় আসা। তখন আমি তেমন অভিনয়ের জানতাম না বললেই চলে।

তবে অভিনয়ের মাধ্যমে অনেক কিছু শিখেছি। হয়েছেও তাই, প্রথমদিকটার আমান খান আর বর্তমান আমান খানের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। সারাদিন শুটিং এর পরে দৌড় দেন নাচের ক্লাসে। নাচের পর পুনরায় জিমে। তাছাড়া আমাদের ঢালিউডে নতুনরা বেশি দিন টিকতে পারে না এমন ধারণা অনেকের মাঝে বিরাজ করে।

কিন্তু অবাক করার মত বিষয় হল আমান খানের এ পর্যন্ত মুক্তি পেয়েছে পাঁচটি ছবি। তার মধ্যে ভালবাসার শেষ নাই (নিপুণ) ,কাজের মানুষ (রতনা) , পিরিতের আগুন জলে দ্বিগুণ (শাবনূর) ,সেই তুফান (কেয়া) ,সেখানে তুমি সেখানে আমি (শাবনূর) উল্লেখযোগ্য। এমনকি হাতে রয়েছে আরও ১৩ টি ছবির কাজ। তার মধ্যে রকিবুল আলম রাকিবের জান তুমি প্রাণ তুমি (কেয়া) ,জে.সরকারের বিদ্রোহী গামের্ন্টস কন্যা (নিশু) , অপূর্ব রানার জীবনে তুমি মরণে তুমি (সিনথিয়া) এবং পালাবার পথ নেই (তমা) । এ প্রসঙ্গে আমান জানান, অনেকে আমাকে দেখে বলে তুমি এখনও টিকে আছো ? এখন ছবিতে কাজ করার আগে খানিকটা গল্প দেখে কাজ করেন।

জুটি প্রথা বিশ্বাসী কিনা এমন প্রশ্নের জবাবে আমান জানান, দর্শক যদি পছন্দ করে তাহলে অবশ্যই কাজ করব। তবে তার পছন্দের তালিকায় রয়েছেন কেয়া, নিপূন ,শাবনূর,তিন্নি সহ অনেকে। ভিষণ বই পাগল আমান অবসর সময়ে প্রচুর হিন্দি,ইংরেজী এবং ভারতীয় বাংলা ছবি দেখেন আর তা দেখে শেখার চেষ্টা করেন। মজার ব্যাপার হল তার অভিনীত একটি গান জল পড়ে পাতা নড়ে দর্শক মহলে জনপ্রিয়তা পায়। আর এই গানের জন্য আজও তার বাসায় প্রচুর চিঠি এবং উপহার আসে।

সেইসব উপহার নিয়ে আনন্দে মেতে উঠেন। আর এমনিভাবে দর্শকদের এমন ভালবাসা নিয়ে আমান বহুদূর পাড়ি দিতে চান। {আমাদের মিডিয়া.কম.বিডি এর জন্য লিখিত। }
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.