আমাদের কথা খুঁজে নিন

   

গনতন্ত্র! কথায়,নাকি সত্যি.. ????????

বাংলা আমার...................

কারে বলে স্বৈরাচারী কোনটা গনতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ গদী পাবার যন্ত্র। মিছিল-মিটিং পথে-ঘাটে স্বৈরাচারী হটাও বোকার হদ্দ আম-জনতা লেবেন চুঁষেই পঁটাও। জ্বালাও পোড়াও ভাঙো গাড়ী রাজপথ কর বন্ধ গরীব মরে পথে-ঘাটে মানবাধীকার অন্ধ। উন্নয়নের বইছে জোয়ার যায় ভেসে যায় দেশ রক্তশুন্য আমরা গরীব পাঁকছে মাথার কেশ। বুদ্ধিজীবি বিবৃতি দেন ঠোঁটে মুচকি হাঁসি প্রমোদ বিহার করেন সবাই বৃন্দাবন বা কাশি।

বুদ্ধিজীবি বেঁচেন বুদ্ধি টিভি কিংবা কাগজ ওরাই দেশের সুশীল সমাজ বাংলাদেশের মগজ। খাদ্য ঘাটতি নাইতো দেশে গোডাউন খাদ্যে ভরা নিয়ন আলোয় যায়না দেখা মানুষ নাকি মরা। চালের কেজি চল্লিশোর্ধ মরিচ একশ আশি অসহায় আজ কুলি-মজুর যেন গলায় ফাঁসি। দেশে নাকি সন্ত্রাসী নাই নাইতো কোন খুঁনী ভাই-ভাইয়ের ঝড়ায় রক্ত সরকার ঋষী-মুনী। আইন-শৃঙ্খলা অনেক ভাল মন্ত্রী এম পি'র কথায় সন্ত্রাসী নাই মানুষ কেন কুঁকড়ে কাঁদে ব্যাথায়।

দেশ-দরদি স্যুটেড-বুটে ঠান্ডা গাড়ী চড়েন রক্ত-ঘামে দেশের কৃষক না খেয়ে কেন মরেন?? ভন্ড দরদ দেশ নেতাদের ভন্ড দশের ভাবনা প্রমান আছে হাতের কাছে জেলা শহর পাবনা। । । । ------------------------------ ---------------------- ------------- স্বপ্নবাজ ২৫'সেপ্টম্বর-২০১০ইং বনশ্রী,রামপুরা,ঢাকা ।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।