আমাদের কথা খুঁজে নিন

   

কোন গনতন্ত্র ? কিসের গনতন্ত্র ? কেন গনতন্ত্র রক্ষার জন্য হরতাল করতে হবে ?

আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা

ধৈর্যের একটা সীমা আছে। এইগুলা কোন কাজ হইলো ? বেগম জিয়া ক্ষমতায় গিয়া দেশের কি বালের উপকার করবো ? সর্বোচ্চ যুদ্ধাপরাধী রাজাকার গুলাম আযম গংদের মুক্তি দিবো, আর নব্য রাজাকার শিবির সাথে নিয়ে দেশে তালেবান শাষন চালাইবো। এইতো। আর কি করবো ? তারেক দেশে আইবো।

চুরি চামারী করবো, সরকারী ভাবে ককটেল, গ্রেনেড ফুটাইবো, সংখ্যালঘুদের দেশ ছাড়া করবো। এইতো ? হাসিনারে হত্যা করবো এইতো ? আর কি বালডা ফালাইবো বিএনপি ? এইডার নাম কি গনতন্ত্র রক্ষার নির্বাচন ? তারপরেও খালেদা কে ফোন দেওয়া হইলো সংলাপ করে সমস্যার সমাধানে জন্য খালেদা কইলো আমি হরতাল ডাকসি হরতাল শেষ হোক তারপর যামু। ফোনে কি কথা হইলো বা না হইলো সেই গুলা প্রকাশ হইয়া গেলে পরে খালেদা জিয়ার আসল রুপ বাইর হইয়া গেলো। এইবার খালেদা বলিলো আবার আমাকে দাওয়াত দিতে হইবো। অতঃপর খালেদা জিয়া হেডম নিয়ে বসে আছে উনার কাছে আবার দাওয়াত নিয়ে যেতে হবে।

কি বালের দেশপ্রেমিক উনি, উনি বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী উনার কোন দ্বায়িত্ত্ব নাই। তাছাড়া উনার বগলের নিচে স্বাধীনতা বিরোধী রাজাকার চক্র নিয়ে উনি বসে আছেন আরাম করে আওয়ামীলীগ উনারে দাওয়াত দিয়া বাংলাদেশের গনতন্ত্র রক্ষা করবো। কত বড় চিন্তা তাই না ? কিসের দ্বাবী ? তোতা সরকারের দ্বাবী। যে দ্বাবী পুরন হইলে হালুয়া মার্কা নির্বাচন এর মাধ্যমে বেগম জিয়া উনার রাজাকার সাঙ্গ-পাঙ্গ নিয়ে বাংলার মসনদে যাবে। দেশপ্রেমিক খালেদা প্রথম ৬০ ঘন্টা হরতাল করে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি করেছে ও ২০ জন জীবিত মানুষের লাশ।

দারুন সব। তারপরে আবারো ৬০ ঘন্টার গনতন্ত্র রক্ষা চুদাইলো। ফলাফল দেশের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি ও আগুনে পুড়িয়ে ৬ টি তাজা প্রান। তারপরে আবারো ৭২ ঘন্টা গনতন্ত্র রক্ষার আন্দোলন চুদান লাগবো। দেশের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি ও আরো কিছু লাশ।

তারপরে একটি গায়েবানা জানাজা। গনতন্ত্র রক্ষার মায়রে বাপ। গনতন্ত্র চাই না। এই লাশের রানী খালেদা কে গ্রেপ্তার চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।