আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকের মুক্তিই দেশ ও জাতীর অর্থনৈতিক মুক্তি

মহান পুরুষ নিয়ে লেখার কি আছে।

সাঁজ রাতের আঁধার হজম করেছে সূর্য্যের তেজ। হালকা হিমেল হাওয়ার আবাস। হেমন্তের কুয়াশায় মোড়ানো হচ্ছে প্রকৃতি। গ্রামের মাঝখান দিয়ে এঁকেবেঁকে যাওয়া মেঠোপথ।

দুই পাশে বিস্তীর্ণ ধানতে। বেশীর ভাগই হলদে বর্ণ। হাওয়ায় সোনালী ধানের সুবাস। এমন আবহে লোকজন অনুষ্ঠানে সমবেত হয়। আলোক উজ্জল মঞ্চ থেকে ভেসে আসে কি র্বোড, হারমোনিয়াম, দোতারা, ঢোল ও বাঁশির ঐকতান।

তাতে লোকজ সুর। যন্ত্রসংগীতের রেশ কাটতে না কাটতেই বাউল, জারিসারি গান, নাটক ও নৃত্যের মোহনীয় আবহে মুখর হয়ে ওঠে চারপাশ। গ্রামীন জনপদের নারী পুরুষ খুজে পায় চিরায়ত লোকঐতিহ্য। ভাল বীজ ভাল ফসল এ শ্লোগানকে সামনে রেখে মঞ্চের পাশে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় লাল তীর সীড লিমিটেডের কৃষি ভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। যা দেখে কৃষান কৃষানিরা উচ্চ ফলনশীল চাষাবাদে আগ্রহী হবে।

গ্রামের মানুষের কাছে এ যেন নতুন এক আয়োজন। খোলা আকাশের নীচে দর্শক শ্রোতার উপচে পড়া ভীড়। জামালউদ্দিন-নূরজাহান ফাউন্ডেশন আয়োজিত ঈদের তৃতীয় দিন সন্ধ্যায় এ উৎসবের শুরু হয় বগুড়ার ধুনটের নিভৃত পল্লী নয়া উল্লাপাড়া গ্রামে। ফাউন্ডেশের উদ্যোগে জামাল উদ্দিন কৃষি পদক ও জামাল উদ্দিন শিা পদক-২০১০ প্রদান করা হয় । এ উপলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ হাবিবর রহমান বলেছেন, কৃষকের মুক্তিই দেশ ও জাতীর অর্থনৈতিক মুক্তি।

কৃষক বাচঁলে, দেশ বাঁচবে। এজন্য মহাজোট সরকার কৃষি খাতে সর্ব্বোচ্চ ভূর্তকি দিয়েছে। কৃষককে আর সারের জন্য হাহাকার করতে হবে না। গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হচ্ছে। চাষাবাদের মান উন্নয়নে কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক এমজেএফ বলেছেন, কৃষিকে ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের গ্রামীন সংস্কৃতি। জামালউদ্দিন-নূরজাহান ফাউন্ডেশন কৃষক ও শিককে পদক দিচ্ছে। এটা ভাল কাজের একটি স্বীকৃতি। গ্রামের মানুষের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গ্রামীন জনপদে এমন অনুষ্ঠানে অভিভূত হয়ে তিনি বলেন, পুরুস্কার দেওয়া ও নেওয়া সন্মানের বিষয়।

সব মানুষের পে এটা সম্ভব না। সমাজে ভাল মানুষের অভাব। এজন্য যারা ভাল কাজ করে তাদের সহযোগীতা করা প্রয়োজন। ভাল কাজ না করলে সমাজে বড় হওয়া যায়না। জীবনে কোন দিন মিথ্যা কথা বলিনি, কাউকে ঠকাইনি, কখনো প্রতারনা করিনি।

তাই আজ সমাজে মাথা উচু করে চলতে পারছি। লায়ন্স কাবের চিকিৎসা সেবার মাধ্যমে সারিয়াকান্দির এক বৃদ্ধার চোখে আলো দান করেছি। আমার বিশ্বাস ওই বৃদ্ধার দোয়ায় আমি আজ মানুষের কাছে সন্মানিত হচ্ছি। লায়ন্স কাবের মাধ্যমে এ এলাকার মানুষকে বিনামূল্যে চুচিকিৎসা দিতে চাই। জামালউদ্দিন-নূরজাহান ফাউন্ডেশনের সাথে এলাকার মানুষের কল্যানে কাজ করতে আগ্রহী।

আমার বহুল প্রচারিত পত্রিকায় ধুনটের সমস্যা কথা তুলে ধরেছি। সে সকল সমস্যা সমাধানে সরকার কাজ করছে। আগামীতে আরো সমস্যার চিত্র তুলে ধরবো। এতে এলাকার উন্নয়ন তরান্বিত হবে। ফাউন্ডেশনের সভাপতি মোসলেহ উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, লাল তীর সিড লিমিটেডের আরএম আব্দুর রহমান, ধুনট উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট ভিপি শেখ মতিউর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামছুল কাদের দুলাল ও পরিচালক য়পূর্ণ রুবেল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ। জামাল উদ্দিন-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে এবছর পাঁচথুপী গ্রামের কৃষক আব্দুস ছালামকে শ্রেষ্ঠ কৃষি ও সোনার গাঁ উচ্চ বিদ্যালয়ের শিক গোলাম হোসেনকে শিা পদক দেওয়া হয়। লাল তীর ঈদ উৎসবে মধ্যরাত পর্যন্ত স্থানীয় ও অতিথি শিল্পীরা নাচ, গান, জারি, সারি ও বাউল সংগীত পরিবেশন করে। স্বেচ্ছাসেবী সংস্থা সোস্যাল ডেভলপমেন্ট এ্যাসোসিয়েশনের সদস্যরা ইভটিজিং বিরোধী একটি নাটিকা পরিবেশন করে। এর পর স্থানীয় এক বখাটে প্রতিরোধকারী মর্জিনা বেগম কে মেডেল পরিয়ে দেয়া হয়।

আমন্ত্রিত অতিথি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার আনোয়ারুল ইসলাম শাহীন তাকে মেডেল পরিয়ে দেন। সবশেষে য়পূর্ণ রুবেলের রচনা ও পরিচালনায় নাটক চোরের একদিন মঞ্চস্থ হয়। নাটকটিতে নয়া উল্লাপাড়া গ্রামের অভিনয় শিল্পীরা অংশ গ্রহন করে। লাল তীর সীড লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবের মিডিয়া পার্টনার ছিলো দৈনিক করতোয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.