আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকের কৃতি কথা

-

কৃষকের অপার প্রচেষ্ঠায় ছোট ছোট বীজ থেকে সবুজের বুকে রচিত হয় একেকটি জীবন্ত সভ্যতা! এভাবেই দিন যায় ক্ষণ যায়, কাটে রাত ! ঝলমল করে অভিজাত বিপনী বিতান সভ্যতার জনকেরা তখনও ভীষন রিক্ত। আহ ! ব্যর্থতায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার, এ অসহ্য বৈষম্য হজম করার শক্তি নেই আর। কৃষকের নাড়িতে সেই হাহাকারে তিলোত্তমা আগামীর খোয়াবে কোন টান অনুভূত হয় না আজকাল। মাটির সৈনিক মাটিকেই ভালবেসে ফসলের ঢেউ এ তারা খুঁজে নেয় - তাদের ঘাম ঝরানো বিজয়ের সফল গাঁথা । কামনা করি একান্ত চিত্তে; যেভাবে তারা চাইবে~ সেদিকটাতেই যেন ঝরে বারিধারা। সেই কাননেই যেন ফোটে সব ফুল। সেইদিন তাদের ন্যায্য স্বীকৃতি পাবে। মনে প্রাণে চাই-তাই যেন হয়। একদিন তাই যেন হয়... ছবি সূত্রঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.