আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্ট হবেন যেভাবে (স্ব উদ্ভাবিত) পার্ট ১ [ কথা বলা ]

মার্কেটিং মাইক্রো ব্লগ এ স্বাগতম।

মনে রাখবেন...সাধারন ভাবে যে বেচে থাকে তার বেচে থাকার অধিকারও বড় সাধারন। নিজের তাপমাত্রা বাড়াতে হবে এটাই মূল কথা। আর একটা গুরুত্বপুর্ন কথা...আমরা স্মার্ট হওয়ার পেছনে আমরা টাকা খরচ করবো খুব কম। কারন আমরা প্রকৃত স্মার্ট হতে চাই।

আমার একটা ছোট খাট গবেষনার আউটকাম পেশ করলাম। কথা বলাঃ • কথা বলায় পরবর্তন আনুন। সবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতেই হবে। লজ্জা পাওয়া চলবে না। আঞ্চলিকতা পরিহার করুন।

• কথা বলার মাঝে স্টাইল আনুন। কিন্তু ইয়ো,আজিব,চরম জাতীয় শব্দ নিজের ডিকশনারি থেকে মুছে ফেলুন। • ইংরেজি বলার চেষ্টা করুন। অর্ধেক ইংরেজি বলবেন না। ইংরেজি না পারলে Wow, Exactly, Thats right জাতীয় ওয়ার্ড গুলো সুযোগ মত মেরে দেন।

• আকর্শনীয় প্রবাদ,আন কমন জোকস মাথায় রাখুন। চলতি নিউসের ডিটেইলস মাথায় রাখবেন। যাতে আড্ডায় আপনাকে শ্রোতা হয়ে না থাকতে হয়। • বেশি কথা বলবেন না। বেশি বেশি শুনবেন।

• হালকা পাতলা Economics,পলিটিকস,Women Tenis,recent Technology এর ব্যাপার স্যাপার মাথায় রাখবেন। এক বার রপ্ত করলে এটি দিয়ে অনেক দিন চালিয়ে দিতে পারবেন। • হাসিমুখে কথা বলুন। গাম্ভীর্য বজায় রাখুন। • পরিচিত কারো সাথে দেখা হলে এমন ভাবে আলাপ চালিয়ে যান যাতে করে ব্যাটা বোঝে যে আপনি আসলেই একটা মাল।

কিন্তু যে বিষয় নিয়ে কথা বলবেন অবশ্যই সে ব্যাপারে আপনার বিস্তর নলেজ থাকা চাই। • কথা বলার সময় আই কন্ট্যাক্ট খুব কাজের। এটি ঠিক থাকলে আপনাকে কনফিডেন্ট দেখায়। চাইলে টি এস সি তে একটা শুদ্ধ উচ্চারনের কোর্স করে নিতে পারেন। ৬০০-৭০০ টাকার কোর্স টা সত্যিই কাজের।

• মনে রাখবেন আপনি কৌশলে যত নিজের সেলফ ব্র্যান্ডিং বা মার্কেটিং করতে পারবেন ততো আপনার দাম বাড়তে থাকবে। • আপনার কিছু থাকুক বা না থাকুক কথা কিন্তু হওয়া চাই নিঃশব্দ আগুন। (পর্যায়ক্রমে লিখব পার্সনালিটি,গেট আপ, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। ) অপেক্ষায় থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.