আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্ট হবেন যেভাবে (স্ব উদ্ভাবিত) পার্ট ২ [ পার্সোনালিটি ]

মার্কেটিং মাইক্রো ব্লগ এ স্বাগতম।

কথা বলা সম্মন্ধে ইতিমধ্যে অনেক কিছু লিখে ফেলেছি আগের পোষ্টে। এবার লিখবো পার্সোনালিটি বিল্ডিং নিয়ে। উইদ আউট মাচ এডু...চলুন সরাসরি দেখে নেয়া যাক যেটি আপনার কাজে লাগবে। • বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয় আপনার পার্সোনালিটি হতে হবে ইস্পাত ভারী।

অন্যের অবর্তমানে তার নামে অন্য ব্যক্তির নিকট কান পড়া দিয়ে সাময়িক মজা নিতে গিয়ে পার্সনালিটি হারাবেন না। • চান্স পেলেই অন্যের প্রশংসা করুন। আপনি প্রশংসা করলে আপনি একদিন না একদিন অবস্যই সেটা ফেরত পাবেন। • নারীদের সাথে যেচে কথা বলতে যাবেন না। উনারা কথা বলতে আসলে মুচকি হেসে জবাব দিন।

তাদের সাথে দয়া করে সস্তা জোকস মারবেন না। নতুন পরিচয়ে পঁচানোর রিস্ক নিবেন না। তাদের সাথে ইন্টেমেসি গড়ার চেয়ে নিজের পারফর্মেন্সের দিকে জোর দিন। ধীরে ধীরে কথা বলবেন,শুদ্ধ ভাষায়। এতে আপনার স্টাইল ফুটে উঠবে।

মনে রাখবেন আপনার সুরতের চেয়ে আপনার স্টাইল,কথা বলা,হাসি,চাহনী আপনাকে অধিক গুরুত্বপুর্ন করে তুলবে। • দয়া করে এক জনের কথা আর একজন কে লাগাবেন না। • নারী প্রেমী আমরা সবাই,কিন্তু ভুলেও প্রকাশ করবেন না। • সব সময় পোশাক আশাকে ফিটফাট থাকুন,ট্রেন্ড ফলো করা টা গুরূত্বপুর্ন নয়। • হাটার সময় গোড়ালি আগে ফেলুন।

এতে হাটার সৌন্দর্য বৃদ্ধি পায়। • বন্ধুদের সাথে তাল মিলিয়ে অন্যদের পঁচাবেন না,কিন্তু হাসি হাসি ভাব থাকা টা ভালো। • শয়তান না হলে লিডার হওয়া যায় না। সব জায়গায় লিডার হওয়ার দরকার নাই। বিশেষ বিশেষ ক্ষেত্রে লিডারশিপ দেখান যেখান থেকে আপনি আরো এক সিড়ি উপরে উঠার চান্স পাবেন।

এখেত্রে আপনি আপনার এক্সিসটিং লিডার কে কথা,সুতিক্ষনো যুক্তি,দক্ষতা শো অফ করে চুপ করে বসিয়ে রাখেন। • মনে রাখবেন সবার সামনে আপনার পারফর্মেন্সের সাথে পার্সোনালিটি জড়িত। যদি রেসাল্ট বা কাজ খারাপ হয় তাহলে যতই ভাব মারেন কাজ হবে না। শেষ কথা হল...”শহরে সাকিব কিং খান অনেক আছে কিন্তু ব্যারিস্টার তানিয়া হক কিংবা সাবেক FBCCI চেয়ারম্যান আনিসুল ইসলাম খুব কম চোখে পরে। পরবর্তিতে লিখবো ফোনে কথা বলার স্টাইল নিয়ে।


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.