আমাদের কথা খুঁজে নিন

   

পামেলা এন্ডার সনের পর্ণ হানিমুন ভিডিও হতে প্রভার পর্ণগ্রাফি এবং হুমায়ুনের "ঘেটুপুত্র কমলা" সমকামিতার চলচিত্র......কোথায় চলেছি আমরা?

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

সেই ১৯৯৯ সাল তখন ষ্টার প্লাস সহ সারা বিশ্বে Bay Watch দারুণ জনপ্রিয়। ঐ সময়ই বেওয়াচের নায়িকা পামেলা এন্ডার সন এবং তার স্বামী টমি লির হানিমুন যা xxx ভিডিও সারা বিশ্বে হৈ চৈ ফেলে দিয়েছিল। সে যাই হৌক হলিউডের অনেক প্রতিষ্ঠিত নায়িকারা এখন বেশী অর্থের লোভে Explicit Sex সিনে অভিনয় করেন। যেমন Anti Christ ছবিতে লিয়াম ডিফোই এবং শারোলেট গেইনস ব্রো। বাংলাদেশী চলচিত্রে ১৯৯৭ সাল হতে কাট পিসের মাধ্যমে নগ্ন কালচার শুরু হয়।

এরপর বাংলাদেশে সুমন নামক আমেরিকা প্রবাসী এক্টেলে কর্মরত এক মেয়েকে প্রতারণা করে প্রথম বারের মত পর্ণ স্ক্যান্ডাল কাহিনী শুরু করে। এরই ধারাবাহিকতায় অনেক নারীই প্রতারণা অথবা অনেকেই ইচ্ছাকৃত ভাবে এই ধরণের ভিডিওতে আসেন। সর্বশেষ হল মডেল প্রভা। তাই প্রভা যদি এত সাহসী হন তো শারোলেট গেইনসব্রোকে দোষ দেই কি করে? আর ষাট বছরের প্রেমিক হুমায়ুন আহমেদ তার অর্থের আরো বাড়তি উপার্জনের জন্য শেষ মেশ সমকামী ছবি করছেন "ঘেটুপুত্র কমলা"। এমনিতেই বিগত ১৩-১৪ বছর ধরে দেশী-বিদেশী কাটপিসের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছে তার উপর হুমায়ুন আহমেদকে অনুসরণ করে বাংলাদেশে প্রযোজকদের মধ্যে রীতিমত পাল্লা দেওয়া শুরু হয়ে যাবে পুরুষ গে এবং মহিলা লেসবিয়ান চলচিত্র নির্মাণ।

তারপর আরও বিকৃত যৌনতার উপর ভিত্তি করে ভবিষ্যতে বাংলাদেশে ছবি নির্মিত হলে অবাক হব না। বাংলাদেশে গে বা লেসবিয়ান নেই সেটা অস্বীকার করছি না। তবে এ ধরণের ছবি আমাদের পারিবারিক মূল্যবোধকে ধীরে ধীরে ধ্বংস করে দিতে পারে। তাই আমার প্রশ্ন কোথায় চলেছি আমরা?হুমায়ুন আহমেদ কি বিশ্বে নজর কাড়ার জন্য এই মহড়া দিচ্ছেন? সময় এসেছে এ নিয়ে ভেবে দেখার। আর সেন্সর বোর্ডকে অনুরোধ করব বিদেশী ছবি যেমন মনে তেমন হৌক দেশী ছবিতে যেন বিকৃত যৌনতা পূর্ণ ছবিতো দূর স্বাভাবিক যৌনতাও যেন স্থূল আকারে ছাড়পত্র যেন না দেওয়া হয়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।