আমাদের কথা খুঁজে নিন

   

নাচেই ফোটে ব্যক্তিত্ব

ভালো ..তবে কালো

সম্প্রতি ফিনল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, নাচের মুদ্রা ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। নাচের সময় স্থান পরিবর্তন এবং নাচের পদ্ধতিটিই কারও ব্যক্তিত্ব বিষয়ে তথ্য জানিয়ে দিতে পারে। খবর টেলিগ্রাফ অনলাইনের। গবেষকরা জানিয়েছেন, ড্যান্সফ্লোর হলো এমন যায়গা যেখানে অনেক জুটিই প্রথমে চোখে চোখ রাখতে পারে আর তাই এই স্থানটিই সঙ্গীর ব্যক্তিত্ব পরখ করে নেবার আসল জায়গা। গবেষকরা দাবি করেছেন, সংগীতের মূর্ছনায় একজন ব্যক্তি যেভাবে চক্রাকারে ঘুরে নাচবে তাতেই তার চরিত্রের গোপন তথ্যটি বেরিয়ে আসতে পারে।

ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ জিবাসকিলা-এর গবেষকরা ব্যক্তিত্বের ধরন পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৫টি দলে ভাগ করেন। এবং বিভিন্ন দল বিভিন্ন সংগীতের সঙ্গে কীভাবে নাচে সেটি পর্যবেক্ষণ করেছেন তারা। গবেষণায় দেখা গেছে, যারা বেশি কথা বলেন তারা সারা ফ্লোর জুড়েই নেচেছেন এবং বেশিরভাগ সময় অতিউৎসাহে হাত আর মাথা নাড়িয়েছেন বেশি। বিষন্ন ব্যক্তিরা হাত পা ঝাঁকি দিয়ে বিয়ে বাড়ির অতিথিদের মতো নেচেছেন। সহজে মিশুক মানুষেরা ড্যান্সফ্লোরের একপাশ তেকে আরেকপাশে হাত নেড়ে সাবলীলভাবেই নেচেছেন।

দিলখোলা মানুষেরা রিদমিক ওঠা নামার মতো নেচেছেন তারা অন্যান্য দলের মতো পুরো ফ্লোর জুড়ে নাচেননি। দায়িত্ববানেরা তারা পুরো ফ্লোরে সবার চেয়ে বেশি ঘুরে এবং এবং অন্যান্যদের চেয়ে বেশ দূরত্ব নিয়ে নেচেছেন। গবেষক ড. জিওফ নাক জানিয়েছেন, সংগীত মানুষের আবেগ বের করে আনে এবং তা শরীরের অঙ্গপত্যঙ্গ নাড়াচাড়ার মাধ্যমে ফুটে ওঠে। আর তা থেকেই ব্যক্তিত্বের ধরণ ফুটে ওঠে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.