আমাদের কথা খুঁজে নিন

   

গলফার সিদ্দিক, আমাদের দেশের গৌরব,

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।

গলফার সিদ্দিক, আমাদের দেশের গৌরব। আয়ের দিক থেকে এশিয়ার সেরা দশজন গলফারের একজন সিদ্দিক তাও আবার মাত্র তিনটি টুনার্মেন্ট খেলে। সিদ্দিক যেভাবে খেলছে তাতে ভবিষৎ এ দেশের জন্য আরও সম্মান বৈদেশিক মূদ্রা নিয়ে আসবে। সংবাদ টি নিম্নরুপ (আজকের কালের কন্ঠ পত্রিকা থেকে নেওয়া) ইউবিএস হংকং ওপেনে শেষ পর্যন্ত ২৫তম স্থান পেয়েছেন সিদ্দিকুর রহমান।

সেই সূত্রে পকেটে পুরেছেন আরো ২৫ হাজার ডলার। আর এ আয়ের হিসাবেই এশিয়ান ট্যুর ‘অর্ডার অব মেরিট’ থেকে আরো বড় একটা সুসংবাদ পেয়েছেন টুর্নামেন্টটা শেষ করেই। এ বছর সবচেয়ে বেশি আয় করা এশিয়ান গলফারদের তালিকার ১০ নম্বর থেকে তাঁর নাম উঠে এসেছে আট নম্বরে। পেশাদার সার্কিট থেকে এ বছর সিদ্দিকের আয় দুই লাখ ২২ হাজার ১২৫ ডলার। ৮ লাখ ২২ হাজার ৩৬১ ডলার আয় নিয়ে এশিয়ান ট্যুরের শীর্ষ ১০ গলফারের এ তালিকার শীর্ষে আছেন কোরিয়ান ন সিয়াং ইউল।

হংকং ওপেনে তাঁকেও পেছনে ফেলেছেন সিদ্দিক, ইউল হয়েছেন ৩১তম। টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ইংল্যান্ডের ইয়ান পল্টার। শেষ রাউন্ডে ৩ স্ট্রোক কম খেলে আর সব মিলিয়ে ২২ আন্ডার পারে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। মাত্র ১ স্ট্রোক পেছনে থেকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন পল্টারের স্বদেশি সায়মন ডসন ও ইতালিয়ান তারকা মাত্তিও মানাসিরো। আগের দিন ৮ আন্ডার পার (১৯তম অবস্থান) নিয়ে চতুর্থ রাউন্ড শুরু করে বিশেষ কিছু করতে পারেননি সিদ্দিক।

১ স্ট্রোক বেশি খেলে রাউন্ড শেষ করায় লিডারবোর্ডের চূড়ান্ত তালিকায় ২৫ নম্বরে নেমে গেছেন তিনি। ইউবিএস হংকং ওপেনে শেষ পর্যন্ত ২৫তম স্থান পেয়েছেন সিদ্দিকুর রহমান। সেই সূত্রে পকেটে পুরেছেন আরো ২৫ হাজার ডলার। আর এ আয়ের হিসাবেই এশিয়ান ট্যুর ‘অর্ডার অব মেরিট’ থেকে আরো বড় একটা সুসংবাদ পেয়েছেন টুর্নামেন্টটা শেষ করেই। এ বছর সবচেয়ে বেশি আয় করা এশিয়ান গলফারদের তালিকার ১০ নম্বর থেকে তাঁর নাম উঠে এসেছে আট নম্বরে।

পেশাদার সার্কিট থেকে এ বছর সিদ্দিকের আয় দুই লাখ ২২ হাজার ১২৫ ডলার। ৮ লাখ ২২ হাজার ৩৬১ ডলার আয় নিয়ে এশিয়ান ট্যুরের শীর্ষ ১০ গলফারের এ তালিকার শীর্ষে আছেন কোরিয়ান ন সিয়াং ইউল। হংকং ওপেনে তাঁকেও পেছনে ফেলেছেন সিদ্দিক, ইউল হয়েছেন ৩১তম। টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ইংল্যান্ডের ইয়ান পল্টার। শেষ রাউন্ডে ৩ স্ট্রোক কম খেলে আর সব মিলিয়ে ২২ আন্ডার পারে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

মাত্র ১ স্ট্রোক পেছনে থেকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন পল্টারের স্বদেশি সায়মন ডসন ও ইতালিয়ান তারকা মাত্তিও মানাসিরো। আগের দিন ৮ আন্ডার পার (১৯তম অবস্থান) নিয়ে চতুর্থ রাউন্ড শুরু করে বিশেষ কিছু করতে পারেননি সিদ্দিক। ১ স্ট্রোক বেশি খেলে রাউন্ড শেষ করায় লিডারবোর্ডের চূড়ান্ত তালিকায় ২৫ নম্বরে নেমে গেছেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।