আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার চোরের বোধোদয়!

চোরেরও হূদয় আছে; চুরির পর ভালো-মন্দের বিবেচনা তাঁর মাথাতেও আসতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কয়েকজন কম্পিউটার চোর সম্প্রতি চুরির পর তাঁদের ভুল বুঝতে পেরে চুরি করা পণ্য ফেরত দেওয়ার পাশাপাশি একটি চিরকুটে কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন।  এক খবরে এনবিসি নিউজ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্যান বারনারডিনো কাউন্টি সেক্সুয়াল অ্যাসল্ট সার্ভিস নামের একটি দাতব্য সংস্থার কার্যালয় থেকে কম্পিউটার চুরির পর চোররা তাঁদের ভুল বুঝতে পেরে চুরি করা পণ্য ফেরত দিয়েছেন। প্রতিষ্ঠানটি যৌন নিপীড়নের শিকার হওয়া মানুষদের নিয়ে কাজ করে।  ৩১ জুলাই সকাল ১০ টার দিকে চোরদের দলটি দাতব্য সংস্থার কার্যালয় থেকে একাধিক কম্পিউটার ও ল্যাপটপসহ দামি যন্ত্রাংশ চুরি করেছিল।

কিন্তু বিকাল নাগাদ চোরের দলটি আবার ফিরে আসে এবং চুরি করা পণ্য ফেরত দিয়ে একটি চিরকুটে ক্ষমা চায়।  দাতব্য সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে এ তথ্য জানানো হয়েছে।  চিরকুটে লেখা ছিল ‘কি চুরি করছি এ বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। কিছু জিনিস আমরা ফেরত দিয়ে গেলাম। মানুষের সেবা আপনারা চালিয়ে যান।

আপনাদের মঙ্গল হোক। ’ দাতব্য সংস্থাটির পরিচালক ক্যান্ডি স্ট্যালিং এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রথমে চোরদের এমন কাণ্ড তো বিশ্বাসই করতে পারিনি। পরে তাঁদের এ কাজ আমাকে আবেগে ভাসিয়েছে। ’ চুরি যাওয়া জিনিসপত্র ফেরত পেলেও এগুলো সারাতে প্রায় এক হাজার মার্কিন ডলার খরচ হবে বলেও জানিয়েছেন ক্যান্ডি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.