আমাদের কথা খুঁজে নিন

   

বিয়া শাদী খোদার হাতে খোদার কলম লড়েনা



বিয়া শাদী খোদার হাতে খোদার কলম লড়েনা খোদায় যারে কলম মারে হেই কলম আর ফিরে না। যার বউডা ধলা-হেতের কপাল ভালা রে আন্ধার রাইতে ঘরের ভিত্বর বাত্তি জালান লাগেনা...। যার বউডা কালা-হেতের ও কপাল ভালা রে রাস্তা ঘাটে চলতে ফিরতে কারো নযর পরে না...। যার বউডা লম্বা-লাগে না ভাই খাম্বারে গাছে উইঠা নাইকেল পারতে মই টুগানি লাগেনা...। যার বউডা বাডি-হেতের কপাল খাডি রে খাড়াই খাড়াই ঝাড়ু দিবো কুঞ্জা হওয়া লাগে না...। যার বউডা মোডা-লাগেনা ভাই খুডা রে বৈশাখ মাইসা ঝড়-তুফানে হেইল্লা দুইল্লা পরে না...। যার বউডা চিকনা-হেতির জামাই পাকনা রে চিকনা আর পাকনা মিলা সংসার গড়তে বাঁধে না...। যার কপালডা বউ ছাড়া-শুনেন আমার কথা রে সবাই মিলা বউ টুগামো চিন্তা কভু কইর না...। বিয়া শাদী খোদার হাতে খোদার কলম লড়েনা খোদায় যারে কলম মারে হেই কলম আর ফিরে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.