আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসাই ভুল ছিল~~মান্নান

------

ভালোবাসাই ভুল ছিল মান্নান (১৯৯৩-১৯৯৯) আজ রাতে বারান্দার কোণে একটা রহস্যময়ী চাঁদ ঝুলছিল, –ঠিক তোমার তিলটার মত যেখানে আমি চুমু খেয়েছিলাম কত। বাতাসে একটা অজানা ফুলের গন্ধ ভাসছিল, ঠিক যেন তোমার বুকের চেনা সৌরভ দূর থেকে ভেসে আসছিল কোন তরুনীর হাসি কেন যেন তোমার হাসির কথাই মনে করিয়ে দিল, হঠাৎ কিছু কালো মেঘ এসে ঢেকে দেয় চাঁদকে ঠিক যেমন করে তোমার রেশমী চুলে ঢেকে যেত তিলটা, বরাবরের মত আমি চুল সরিয়ে দিতে গিয়ে বুঝতে পারলাম – চাঁদের মত তুমিও সরে গেছ আজ অনেক দূরে , বুকের গন্ধটাও আজ শুধু আমাকে উপহাস করে । তোমার হাসি আজ আমার বোকামির উপহার তুমি তো আজ নেই সেই আমার । তখনও বারান্দার কোণে চাঁদটা ঝুলছিল এখন বুঝি কখনই তুমি আমার ছিলে না সব ছিল তোমার অভিনয়, হয়ত তোমাকে ভালোবাসাই আমার ভুলছিল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।