আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের কাকা!

বউটুবান

ঘাড় তেড়া ষাঁড় কিনে পড়ে কাকা ফ্যাসাদে ঈদের আনন্দ হাসি রুপ নেয় বিষাদে। গোটা ছয় ছেলে ধরে শোয়ালো যে ষাঁড়টা চিৎ করে ধরে কাকা বাঁকা তেড়া ঘাড়টা। ছুরি হাতে হুজুরে বলতেই ...আকবর হঠাৎ শব্দ শুনি হায় হায়, ধর ধর। রশি ছিড়ে ষাঁড়টা উঠে যেই দাঁড়ালো ভাব গতি দেখেই কাকা জ্ঞান হারালো। ষাঁড়ের গুঁতো আর বেতাল নাচে ভয়ে ডরে লোকজন উঠেছে গাছে।

সারাদিন ধাপাধাপি তোলপাড় কান্ড পায়ে পিষা বাকী নেই জমি এক খন্ড। অবশেষে লোকজন ষাঁড় ধরে শোয়ালো লাথি গুঁতো খেয়ে কেউ চোখ দাঁত খোয়ালো। ফেলে দিয়ে কাঁপাকাঁপি ছুরি লয় হুজুরে মাপ নেই এইবার তোর কোন ওজোরে। কাকা বাবু ঘরে বসে চুপি চুপি দেখছে পাশে বসে কাকী তার শরীরটা শেকছে। ভয়েতে কাকা বাবু কাঁপে থরথর হাঁচিতে কাশিতে বলে এসে গেছে জ্বর।

ঈদ গেলো তিন দিন ঘর দোর ফাঁকা জ্বর সেরে দাঁড়ালেন আমাদের কাকা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।