আমাদের কথা খুঁজে নিন

   

Television Advertise সহনীয় করার ১০ idea

লেখি কম পড়ি বেশী

1. দেশের টিভি বাণিজ্য জমজমাট তা চ্যানেল গুলোতে অ্যাডের আধিক্য থেকেই বুঝা যায়। কষ্ট করে আপনি কি এবার ঈদে পুর একটা নাটক দেখছেন? মনে হয় নাহ। ভাল ভাল অনুষ্ঠান প্রচারের ফাঁদে আমাদের আটকে তারা লুফে নিচ্ছে কোটি কোটি টাকা। চ্যানেল গুলোর মাত্রাতিরিক্ত অ্যাডের আধিক্য লক্ষ করা যায় খবর গুলোতেও। এখন দেখবেন কাসেম ব্যাংক শিরনাম, মুলিবাঁশ খেলার খবর, কোপা ইলেক্ট্রনিক্স বিশেষ সংবাদ অথবা পোরা সয়াবিন তেল বাণিজ্য সংবাদ এসব নামের সাথে আপনারা সবাই পরিচিত।

এমতাবস্থায় অ্যাডের জন্য ভিন্ন চ্যনেল খোলা যেতে পারে। সারাদিন অ্যাড চলে এমন চ্যানেল পেলে বাসার কাজের মেয়ে কিংবা ছোট বাচ্চাদের আলাদা বিনোদনের খোরাক জন্মাবে। 2. নাটক গুলোতে ব্যবহার্য জিনিস এমন ভাবে উপস্থাপন করা যেতে পারে যেন নাটকের মাঝেই পন্যের বিজ্ঞাপ্ন হয়ে যায়। যেমন মনে করুন স্বামী স্ত্রী কে বলছেন “আমি একদিনো তোমার জন্য আমাদের সুন্দর LG টিভিতে খবর দেখতে পারি নাহ” অথবা “ ওগ শুনছ আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী General AC টা ছার তো বড্ড গরম পরেছে”। মনে করুন নাটকের মাঝেই গৃহীনি বলবে “ বুয়া বুয়া আমার রূপচাঁদা সয়াবিন তেল কৈ, তুমি জানো না কোলেস্টরেল ফ্রি রূপচাঁদা সয়াবিন তেল ছাড়া আমি কিছু দিয়ে রেঁধে আরাম পাই নাহ”।

সেক্ষেত্রে নাট্যকার ও পরিচালক নাটক বানানোর সময় পণ্য প্রস্তুত কারকের কাছ থেকে টাকা নিবেন এবং টেলিভিশনে পরিবেশনের সময় ওই টাকার একটা অংশ চ্যানেল গুলুতে দিয়ে দিবেন। তাহলে আমাদের একি অ্যাড নাটকের বাইরে বার বার দেখতে হবে নাহ। নাটকের মাঝেও নতুনত্ব আসবে। 3. চ্যানেল গুলো তাদের টিভির ফ্রেম কে সমান দুই ভাগে ভাগ করবেন। নিচের ভাগে অনবরত শব্দহীন অ্যাড চলতেই থাকবে আর উপরের অংশে অনুষ্ঠান চলতে থাকবে একের পর এক।

এতে করে আমাদের সমাজের বাক প্রতিবন্ধী মানুষের মডেল হিসেবে কর্মসংস্থানের একটা বড় সুযোগ তৈরি হবে। 4. টিভি অ্যাডের চাপ কমানোর জন্য বিকল্প effective অ্যাডের ব্যবস্থা করা যেতে পারে। যেমন মনে করুন খবরের কাগজে হ্যারিপটারের মতন অ্যানিমেটেড ক্লিপ লাগানোর বন্দবস্ত করা যেতে পারে। সেখানে পন্যের অ্যাড যুক্ত থাকবে। আবর হেলিকপ্টের দিয়েও পণ্যের লিফলেট ছড়ান যেতে পারে।

5. ডেসটিনির মত ভোক্তা রাই লাভের আশায় পণ্যের প্রচারে মাঠে নামতে পারে। সকল কোম্পানিকে MLM পদ্ধতির আলতায় নিয়ে আসতে হবে। 6. যেসব কম্পানি কেবল গৃহিণী কিংবা মেয়ে ভোক্তাদের জন্য বিভিন্ন পণ্য বাজার জাত করেন তারা অধিক প্রচেরের জন্য সনি কিংবা স্টার প্লাসে অ্যাড দিতে পারেন। কেননা আমাদের মা বোনেরা ওই চ্যনেল গুলো নিয়ে বেশি ব্যাস্ত থাকেন। এতে করে আমাদের দেশিও চ্যানেল গুলুতে অ্যাডের চাপ কমবে।

7. সরকার থেকে অ্যাড নিষিদ্ধ করে দেয়া যেতে পারে। কম্পানি গুলো প্রথম প্রথম তাদের পণ্য ফ্রি বাজারে ভোক্তা দের হাতে তুলে দিবান। ব্যবহারের পর ভোক্তা রাই সিদ্ধান্ত নিবেন এই পণ্য তার চাহিদা মিটিয়েছে কিনা এবং পরবর্তিতে ব্যবহার করবেন কিনা। 8. বাসে বাসে কেবল বিজ্ঞাপনের সার্থে, লাভ না করে পণ্যের প্রসারে ভ্রাম্যমান বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা যেতে পারে। তাদের পণ্য সম্পর্কে সুশ্রব্য বাক্য সহজেই সাধারন মানুষ দের আকৃষ্ট করবে।

9. কোম্পানি গুলোকে তাদের কর্পরেট ভোক্তা নিশ্চিত করতে হবে। মনে করুন Scholastica School, ম্যাগি নুডুলসের কর্পরেট গ্রাহক। এমতাবস্থায় Scholastica School এর সকল শিক্ষক তাদের ছাত্র ছাত্রিদের ম্যাগি নুডুলসের ভালো দিক গুলো তুলে ধরবেন এবং তা খাওয়ার বেপারে ছাত্র ছাত্রিদের অনুপ্রেরনা যোগাবেন। আবার মনে করুন ISP কোম্পানি D-link, মেরিলের কর্পরেট গ্রাহক। এ অবস্থায় কোম্পানি নিয়ম করে প্রতিদিন তার Servant দের মেরিল পেট্রলিয়াম জেলি মেখে office করতে ব্যাধ করবে।

10. ঈদের কোন অনুষ্ঠান দেখা যাচ্ছে নাহ টিভি চ্যানেল গুলোতে। অ্যাডের মাত্রা এখন সহন ক্ষমতার উপরে। সকল টিভি চ্যানেল গুলোতে ৫ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যাতে বলা হয়েছে। সকল দর্শককে টিভি বন্ধ রেখে কোথাও ঘুরতে গিয়ে সময় কাটাতে বলা হচ্ছে। এমন অনেক নাটক আছে যা গত ঈদে দেখেন নি।

এবার ওই নাটক গুলোর সিডি কিনবা নেট থেকে রেকডেট সফট কপিও ডাউনলোড করে নিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।