আমাদের কথা খুঁজে নিন

   

মানিকগঞ্জ হত্যাকান্ডঃ বাংলাভিশনের নিরপেক্ষ (প্রায়) সংবাদ

বাংলাভিশন মানিকগঞ্জে আজকে পুলিশের গুলিতে ৫ জন খুনের ঘটনায় মোটামুটি (মানে অনেকটাই) নিরপেক্ষ সংবাদ প্রচার করেছে বলে মনে হলো। রিপোর্টারের বক্তব্য অনুযায়ীঃ সকালে হরতালের সমর্থনে ইসলামী দলগুলোর একটি মিছিল বের হয় এবং তা কিছু রাস্তা প্রদক্ষিণ করে। এরপর পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়তে থাকে।

গুলিও নাকি চালিয়েছে। এক পর্যায়ে সর্বস্তরের নিরীহ গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। তখন পুলিশের মুহুর্মূহু গুলিতে ৫ জন প্রাণ হারায়। অনেক সাধারণ গ্রামবাসী গুলিবিদ্ধ হন। নিহতদের মধ্যে একজন নারী, একজন ৩-৪ মাস আগে বিদেশ ফেরত গ্রামবাসী যিনি কিছুদিনের মধ্যেই আবারো বিদেশে যেতেন, আরো একজন নিরীহ গ্রামবাসী।

পুরো গ্রামে শোকের ছায়া। সাধারণ জনগণ ব্যাপক ক্ষুব্ধ। পরিশেষে বলা যায় বাংলাভিশনও কাদ্দের সিদ্দিকীর মতো রাজাকার হয়ে গেছে। বাংলাভিশনের ফাঁসী চাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.