আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোণার লোকসাহিত্যভাণ্ডার ও মৈমনসিংহ গীতিকা এবং এমদাদ খান

------ নেত্রকোণার লোকসাহিত্যভাণ্ডার ও মৈমনসিংহ গীতিকা এবং এমদাদ খান লিখেছেন-নির্মলেন্দু গুণ ... এমদাদ খান একাধারে কবি, গবেষক ও সমাজকর্মী। তাঁর জন্মস্থান নেত্রকোণা। আমারও নেত্রকোণা। জন্মস্থান নিয়ে সকলের মধ্যেই কমবেশি দুর্বলতা থাকে। এক ধরনের গৌরববোধ থাকে।

আমার মধ্যেও এটা আছে। কবি এমদাদ খানের মধ্যেও আছে। পার্থক্য এই যে, আমি নেত্রকোণায় জন্মগ্রহণ করার মধ্য দিয়েই নেত্রকোণার প্রতি আমার দায় মোচন করেছি। দু’একটি কবিতা লেখা ছাড়া নেত্রকোণর জন্য উল্লেখ করার মতো বিশেষ কিছু করিনি। কিন্তু কবি এমদাদ খান তা করেছেন।

বেশ ক’টি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রচনার মাধ্যমে দেশজুড়ে কবিখ্যাতি অর্জনের পাশাপাশি, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নেত্রকোণার সুবর্ণ অতীত ও বর্তমানকে নিয়ে বেশ ক’টি মূল্যবান গবেষণাগ্রন্থ রচনা করেছেন। তাঁর গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে- ১। নেত্রকোণার লেখক পরিচিতি ২। নেত্রকোণার কবি ও কবিতা ৩। লড়াই, সংগ্রাম আন্দোলনে নেত্রকোণা এবং ৪।

বর্তমান গ্রন্থ (নেত্রকোণার লোকসাহিত্যভাণ্ডার ও মৈমনসিংহ গীতিকা)। নেত্রকোণার লোকসাহিত্যভাণ্ডার ও মৈমনসিংহ গীতিকা" বইটি প্রকাশ করেছে "পলল প্রকাশনী"। কবি এমদাদ খানের গবেষণাগ্রন্থের তালিকা থেকেই স্পষ্ট হয় তিনি কতটা দরদ ও দায়িত্ব নিয়ে নেত্রকোণার শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গভীর নিষ্ঠার সঙ্গে হারামণির মতো তুলে এনে, চন্দ্রকুমার দে-র মতো সংগ্রহ করে ড. দীনেশচন্দ্র সেনের মতো পাঠক-দরবারে উপস্থিত করেছেন। নিজে কবি বলেই স্বল্প পরিসরে অত্যন্ত সফলভাবে বিশ্বখ্যাত মৈমনসিংহ গীতিকার পালাকাব্যগুলি পাঠকের দরবারে পরিবেশন করতে পেরেছেন। নেত্রকোণার হারানো-গৌরব উদ্ধারে ও তার প্রচারে নিবেদিতপ্রাণ এই কবি-গবেষককে আমি আমার ও সকল নেত্রকোণাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

ধন্যবাদ কবি-গবেষক এমদাদ খান। গ্রন্থণা: হাসান ইকবাল "  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।