আমাদের কথা খুঁজে নিন

   

আসুন নিজ মনের পশুত্বকে কোরবানী করি, নিজেদের মানুষিক দৈন্যতা দূর করি

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

আমার আশে পাশের বাসার প্রায় সকলেই বেশ বড় সাইজের গরু কোরবানী দিয়েছে। এদের সাথে আলাপ করলেই বলে,' আপা উপায় নাই, ছোট গরুতে ঝামেলা বেশি। গোশ অনেক কম হয়। একটু বড় গরু কোরবানী দিলে দুটো কাজ হয়। এক হলো কোরবানী দেওয়া হয় আর সেইসাথে অনেকদিন ঘরে রেখে মাংস খাওয়া যায়।'' আমার মাথায় আসে না কোরবানীর মাংস কেন ফ্রিজে রেখে অনেক দিন ভরে খাবে। কোরবানীর মানে কি এটাই,,,,না অন্য কিছু???? আমি তাদেরকে কোরবানীর মর্মার্থ বললে তারা বলে, আপা এত কথা বইলেন না তো, কোরবানী দেওয়ার কথা .....কোরবানী দিব,,,,,এত শত বুঝি না। যদি কোরবানীর মর্মার্থ অনুযায়ী কোরবানী দেয়া না হয় ,,,,,,,,,,,তাহলে কেন এত পশু হত্যা!!!!!!!!!!!!!!!!!!!!! হায়রে মানুষ! নিজেদের মানুষিক দৈন্যতা কবে দূর হবে????????????? কবে এদের চেতনা ফিরে আসবে!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.