আমাদের কথা খুঁজে নিন

   

যারা ব্লগএ অশ্লীল ভাষা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে, যারা করেন না তাদের জানা প্রয়োজন...

নিজেকেই খুজে ফিরি বারবার । আমি কারও সাথে প্রতিযোগিতা করি না সকল প্রতিযোগিতা আমার নিজের সাথেই । আবেগ ও প্রতিবাদ কিভাবে প্রকাশ করতে হবে সেই সম্পর্কে আজ প্রথম আলোয় সৈয়দ আবুল মকসুদ বলেছেন, "কারও আবেগ যদি সমাজের জন্য ক্ষতিকর হয়ে থাকে,তাহলে তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। বলতে হবেঃতুমি ভুল পথে আছ। তোমার ওই পথ তোমার নিজের ও দেশের জন্য কল্যাঙ্কর নয় ।" তিনি আরও বলেছেন, "দায়িত্বজ্ঞানহীন উক্তি ও অপরিণামদর্শী কোন কাজের কাজের ফল কোন দেশে কোন কালে শুভ হয়নি। যারা করেন তাদের জন্য নয় ,অন্যের জন্য নয়" তাই আহ্ববান জানাই যত আস্তিক নাস্তিক ডান বাম আছেন সুস্থ ভাসায় নিজ নিজ মত প্রকাশ করুন ,অন্য কে অযথা আক্রমন করবেন না। আপনার মত সঠিক হলে আপনাকে বলতে হবে না মানুষ আপনাকে খুজে নিবে । ( যাদের উদেশ্যে এই লেখা তাদের কোন লাভ হবে বলে মনে হয়না কিন্তু নুতুন লিখছেন তাদের উপকার হবে আশা করি )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।