আমাদের কথা খুঁজে নিন

   

মনের মানূষ থাকে কই .... নিশিচাঁদরাতে সে কেন পাশে নাই ???

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

আসলে অনেকদিন এমন অনুভূতি হয়নাই তাই লেখিওনাই। আজ তাদের বাসায় গিয়েছিলাম । কিছুক্ষণ আগে ফিরলাম। কিন্তু আমি তাকে পেয়েও পেলাম না।

এমন রাতে সে কিনা অঘোরে ঘুমুচ্ছে !!!! আর কি করা । আন্টিকে ফাকি দিয়ে গালটা একটু টেনে দিলাম। খবর নাই ...... আবার গালে একটা আলতো টোকা দিলাম। এবার একটু বিজলী চমকানোর মত কেপে উঠল। তাও কাজ হলনা।

পরে চোখের পাতা টাইনা ধরলাম..... মাগার তাতেও কাজ হইল না। সামান্য নাড়াচাড়া করেই আবার অন্যদিকে ঘুরে ঘুম গাড়ি চলছেই। আল্লায়-ই জানে কিসের কি স্বপ্নে দেখতাছে। ঘুমের মধ্যে মেয়েদের চেহারা আরও মায়াবী লাগে। যারা দেখছেন তারা ভাল করেই জানেন।

মনে চাইতেছিল গালে একটা চিহ্ন বসিয়ে দেই আবার ঔদিকে আন্টির ভয় , তাই আবারও চেষ্টা করতে গিয়ে আর চেষ্টা করলামনা। আর আন্টি খাইতে বলল, খাওয়া শেষে বের হব এমন সময় দেখি "তিনি" মাথা ঘুরিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছেন। ধ্যাৎ আর একটু আগে উঠলে কি হইত ??? কালকে তার খবর আছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.