আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর এবারের কোরবানি!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

রাজনৈতিক আবেগ কঠিন আবেগ, ভীষণ স্বার্থপর আবেগ। বিশেষ করে আমাদের এই বাংলাদেশ-এ! যখন যে ক্ষমতায়, তার কাছে তখন নিজ আবেগই মহাকায়! দেশ ও জনগণ ব্যক্তিগত ও ঐতিহাসিক এই আবেগসমূহের কাছে নিতান্তই তুচ্ছ কীট! রাজনীতিতে পরস্পরের আবেগকে আমরা শ্রদ্ধা করছিনা, করছি প্রতিহিংসা। আমাদের রাজনীতি দেশসমৃদ্ধির রাজনীতি নয়, অর্থনৈতিক উন্নয়নেরও নয়, কর্মসংস্থান-দেশদুর্নীতিমুক্তকরণের রাজনীতি নয়- আমাদের হলো ক্ষমতা কুক্ষিগতকরণ ও বিরোধীদমনের রাজনীতি। যার মূলে রয়েছে প্রতিহিংসা। প্রতিহিংসার সাথে আবার প্রতিশোধপ্রবণতারও মিশেল আছে।

গণভবন আর ক্যান্টনমেন্ট বাড়ির ঘটনা আমাদের রাজনীতির এক কলঙ্কময় ঘটনা- চরম প্রতিহিংসার দৃষ্টান্ত। দিনবদলের স্লোগান দিয়ে আসা এবারের সরকার বিরোধীদল বদলের রাজনীতিতে বেশি সময় ব্যয় করছেন। জনগণের কাছে প্রতিহিংসা আর রাজনৈতিক স্বার্থপরতার কি মূল্য আছে যদি না সে ভালো থাকে? আমাদের কাছে অমুক সদন আর তমুক ভবনের কি মূল্য আছে যদি আমরা কষ্টে থাকি? ২০ বছরের রাজনীতি আমাদের এ কোন গণতন্ত্র শেখাচ্ছে? গণতন্ত্র কি আমাদের কাছে অভিশাপই হয়ে থাকবে? সরকার, তার প্রতিটি প্রতিষ্ঠান, অঙ্গ-প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের প্রতিটি মানুষ-দেয়াল-জানালা-দরজা নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলে এখন ভীষণ ব্যস্ত। বিরোধীদল এবারের সরকারের কাছে একেবারেই শিশু যেন। তবে তারা যদি সরকারের প্ল্যান অনুযায়ী বিলীন না হয়ে যায়, ঘুরে দাড়াবে! আরো শক্তিশালী বিষদাঁত বসাবে বিপক্ষের ঘাড়ে! অতএব, হানাহানি এবং কাপড় টানাটানি চলবে! এবারের ঈদে খালেদা জিয়া একেবারেই একা।

স্বামীর স্মৃতিবিজড়িত কেড়ে নেয়া ঘর, পরবাসে থাকা পুত্রদয়ের শূণ্যতা নিয়ে এবারের ঈদ কাটাবেন তিনি। তার আবেগটা সরকারের কাছে কেবলই রাজনৈতিক, মানবিক নয়। সব হারানো আমাদের প্রধানমন্ত্রীর আবেগও কম নয়। কেউ আবেগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, কেউ রাজনৈিতক শরবতে আবেগের চিনি গুলাচ্ছেন। কিন্তু প্রতিহিংসা পরিনতি নিয়ে কেউই ভাবছেন না।

দেশের চেয়ে এখানে বাড়ি দখল ও উচ্ছেদ বড়, আবেগ বড়, স্মৃতি বড়, নামকরণ বড় এবং সর্বোপরি বড়ো হলো ক্ষমতা ও দমনের রাজনীতি। এখানে গণতন্ত্র অটো কোরবানি হয়ে যাচ্ছে। কিন্তু এবারের কোরবানির ঈদে আমাদের দুই নেত্রী কি কোরবানি দিবেন? গরু, উঠ ভেড়া না খাসি? দেশ ও জনগণকে তিলে তিলে মৃত্যু কাছাকাছি নিয়ে যাওয়া এই নেত্রীদ্বয়ের কোরবানি কি আল্লাহতালা গ্রহণ করবেন? আমার মনে হয় না। নিজেদের কোরবানির (লোভ-হিংসা-ক্রোধ) কথা তারা ভাবতে পারলেই বোধ হয় আমাদের মুক্তি আসবে। গণতন্ত্রের কোরবানির আগেভাগে সেটা যতো তাড়াতাড়ি সম্ভব!


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.