আমাদের কথা খুঁজে নিন

   

৩৯বছরের বাড়িভাড়া, বিদ্যুৎবিল, গ্যাস বিল, টেলিফোন বিল, কর্মচারি বিল আদায় করা হোক।

* আমি খুজে বেড়াই নিজেকে *
চোখের পানিতে পলিটিক্স রয়েছে। উনার মেলোডী ড্রামা দেখতে আমরা ক্লান্ত। উনি বাংলার মানুষের সমস্যা বুঝেন না। উনার চাই বাড়ি। অবৈধ দখলের বাড়ির জন্য মায়া কান্না উনার কাছ থেকে ৩৯বছরের বাড়িভাড়া, বিদ্যুৎবিল, গ্যাস বিল, টেলিফোন বিল, কর্মচারি বিল আদায় করা হোক।

হাইকোর্টের দেয়া ত্রিশ দিনে উনি কাপড় চোপড় নিতে পারেননি, উনাকে নাকি এক কাপড়ে বেরকরে দেয়া হয়েছে। ঠিকই আগে ভাগে স্বর্নগয়না, দামী গিফ্ট, ডলার(২১ কার্টন) চুপি চুপি পাচার করেছেন ভাইয়ের বাসায়। নাকি জনগনকে দেখাবেন উনার ভাংগা স্যুটকেস আর ছেঁড়া শাড়ি ছাড়া আর কিছু নেই। পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার ষোলকলা উনি চেষ্টা করে যাচ্ছেন। ৫ম ও ৭ম সংশোধনী যদি বাতিল হয়ে থাকে গুলশানের বাসভবনও অবৈধ।

সরকার একটা অবৈধ কাজকে অনুকম্পা দেখানো ঠিক নয়। অবিলম্বে জনগনের সম্পদ ফিরিয়ে নেয়া হোক। নাহলে সরকারকে অবৈধ কাজকে প্রশ্রয় দেয়ার অপরাধে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। অন্যায়কে প্রশ্রয় দেয়া ঠিক নহে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।