আমাদের কথা খুঁজে নিন

   

ইংলিশ মুভি বাংলা রিভিউ- “Inception”



একবার এক বন্ধুকে রসিকতার ছলে বলেছিলাম। জানিস কালকে কী স্বপ্ন দেখেছি?? আমি স্বপ্নে দেখলাম আমি নাক ডেকে ঘুমাচ্ছি। আমার বন্ধু বেশ হেসেছিল। তবে এই মুভি দেখার পর আর কেউ এই জোকস এ হাসবে না। মানুষের চিন্তাধারা এবং মুভির শ্রেণীবিভাগের গবেষণায় বেশ কিছু পরিবর্তন আনবে “Inception”।

কাহিনী বেশ জটিল হলেও মুভিতে বেশ সহজভাবে বর্ণনা করা হয়েছে যেটা হয়তো লেখার মাধ্যমে প্রকাশ করা যাবে না। তাও চেষ্টা করা যাক। Dominic Cobb ( Leonardo DiCaprio) ও তার দল এক অন্যধরণের চোর। তাদের চুরির বস্তু হলো Idea। সেটা চুরির পন্থা আরও আজব।

Cobb এর দলের যে কোন একজন স্বপ্ন দেখে। এক বিশেষ যন্ত্রের মাধ্যমে তার দলের লোকেরা একের পর এক সেই স্বপ্নে প্রবেশ করে। যার Idea চুরি করা হবে তাকেও সেই স্বপ্নে ঢুকানো হয়। স্বপ্নে মানুষের অবচেতন মনের অনেক রহস্য বের হয়ে যায়। সেটাকেই চুরির জন্য Cobb একজন বিশেষজ্ঞ।

কিন্তু তার পারিবারিক জীবনে অনেক সমস্যা । প্রিয়তমা স্ত্রী বেঁচে নেই। এদিকে সকলের সন্দেহ যে Cobb ই খুনী। সেজন্য বাচ্চাদের ছেড়ে দূরদেশে পালিয়ে বেরায় সে। কিন্তু একদিন সে পেয়ে যায় বাসায় ফেরার পথ।

একজন বিশাল ধনী ব্যবসায়ীর ব্যবসায়িক সাম্রাজ্যকে বাড়তে না দিয়ে কমিয়ে ফেলার Idea টা মাথায় ঢুকিয়ে দিতে হবে। পারিশ্রমিক হিসেবে পাবে নিরাপদে বাড়ি যাবার রাস্তা। কাজে নেমে পরে Cobb এবং অন্যেরা কিন্তু এই মিশনে বের হয়ে আসে Cobb এর স্ত্রী Mal ( Marion Cotillard) এর ব্যাপারে প্রকৃত রহস্য। অসাধ্য সাধনের এই মিশনে নেমে পরে Cobb এবং তার দল। শুধুমাত্র এই আশায় যে তার সন্তানদের চেহারা একটু দেখতে পারবে।

এত জটিল হওয়া স্বত্বেও মুভিটি একটুও Boring বলে মনে হয়নি। তবে স্বপ্ন দুনিয়ার নিয়মাবলীর জানতে পেরেও কেন জানি অনেক ক্ষেত্রেই নিয়ম ভাঙা হয়েছে বলে মনে হয়েছে। স্বপ্নের মধ্যে স্বপ্ন ব্যাপারটা বেশ গোলমেলে হলেও বেশ রোমাঞ্চকর। কিন্তু তৃতীয় ধাপরে সময় কেন জানি মনে হয় “ধুর!! ভুয়া মুভি”। কারণ আমার মনে হয় প্রত্যেক ব্যক্তির নিকটই আছে স্বপ্নের নিজস্ব সংজ্ঞা।

যেটা কেন জানি মেলানো যায় না। তবে সমাপ্তির কাছাকাছি দৃশ্যগুলি কেন জানি চোখে পানি এনে দেয়। DiCaprio এর অভিনয় আশানুযায়ী অসাধারণ হয়েছে। Arthur চরিত্রে Joseph Gordon-Levitt, Saito চরিত্রে Ken Watanbe এবং Robert Fischer চরিত্রে Cillian Murphy বেশ ভালো করেছে। Ariadne (Ellen Page) ছিল কিছুটা বোরিং ধরণের।

Marion Cotillard এর চরিত্র একটু কম হলেও বেশ প্রভাবশালী । দৃশ্যায়ন আর নির্দেশনার কথা আর কী বলবো?? কিছু দৃশ্য দেখে মনে হয় এটা কী দেখলাম?? দেখেই WOW বলে মাথার কিছু চুল ছিড়তে ইচ্ছা করে। Cristopher Nolan কে অসাধারণ বললে কিছুটা অপমান করা হবে। মুভিটির বেশিরভাগ সময় মনে হয়েছে এরকম মুভি দেখতে পারছি এটাই অনেক সৌভাগ্যের। কিন্তু মাঝের কিছু দৃশ্য একটু হতাশ করেছে।

গভীরতর ধাপগুলি আর স্বপ্নীল হতে পারতো। যাই হোক। মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হলেও মনে করবে ধুর আরো কিছু বড় যদি হতে পারতাম! এক কথায় দুর্দান্ত। রেটিং- ৪.৫/৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.