আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিং থেকে বাচার সাধারন কৌশল



ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় হ্যাকিংয়ের শিকার হই। যার ফলে ইমেইলের পাসওয়ার্ড চুরি হয়ে যায়। তবে কিছু সাবধানতা অবলম্বন করে আপনি অনেকটা নিরাপদ থাকতে পারেন,যেমন- ১.অচেনা সন্দেহজনক কোন আইডি থেকে মেইল আসলে তার উত্তর দেবেন না ২.এ্যাটাচ ফাইল স্ক্যান করে ওপেন করুন। ৩.নোটপ্যাড ফাইল খুলতে সাবধানতা Aej¤^b করুন। বিশেষ করে অচেনা মেইল থেকে নোটপ্যাড ফাইল আসলে সেটি খুলবেন না।

৪.ব্যক্তিগত কাজে যে মেইলটি ব্যবহার করেন সেটি অপরিচিতদের কাছে প্রকাশ করবেন না। বিশেষ করে সামজিক যোগাযোগের সাইটগুলোতে অতি প্রয়োজনীয় ব্যক্তিগত ইমেইল ঠিকানাটি সবার কাছে প্রদর্শন করবেন না। ৫.প্রচলিত বা অতি ব্যবহৃত কোন পাসওয়ার্ড দেবেন না। এমন কোন পাসওয়ার্ড লিখুন যা আপনার পরিচিতদের কল্পনার বাইরে এবং যেটি আপনি সহজে মনে রাখতে পারবেন। ৬.হ্যাকাররা সাধারনত গোপন সফটওয়্যারের সাহায্যে অন্যের ব্যক্তিগত তথ্য/পাসওয়ার্ড চুরি করে।

অর্থাৎ আপনি যখন ইন্টারনেটে বিভিন্ন সাইটের পাসওয়ার্ড/ইউজারনেম লিখে থাকেন তখন তার সবই কিবোর্ডে রেকর্ড হয়ে থাকে। তবে আপনি ইচ্ছে করলে মজিলা ফায়ারফক্সে KeyScrambler Personal নামের একটি এ্যাডঅনের সাহায্যে কিবোর্ডের গোপন রেকর্ড বন্ধ করতে পারেন। এই প্রোগ্রামটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/3383 ঠিকানা থেকে নামিয়ে নিন। তারপর ফায়ারফক্স পুনরায় চালু করুন। এখন এই প্রোগ্রামটি কিবোর্ডের রেকর্ড বন্ধ করে দেবে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.