আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিং এ আগ্রহ আছে ? তাহলে চলুন একটা অসাধারণ হ্যাকিং গেমসের মাধ্যমে হ্যাকিংয়ের মজার এক্সপেরিয়েন্স নেই …

Ads by Techtunes - tAds

এইটা আমার চতুর্থ টিউন । আজ প্রায় ১ বছর পর টিউন করছি । কারণ যখনই মজার কিছু পাই ,সবার সাথে শেয়ার করতে ইচ্ছা করে । আজও এমন কিছুই পেয়েছি ...মজাদার আর এডভেঞ্ছারাস ।

গেমসটির নাম UPLINK - HACKER ELITE ।

এটি মুলত একটি স্ট্র্যাটেজি গেমস। সাইজে খুবই ছোট ...মাত্র ৪৫ এমবি বা এর কাছাকাছি। হ্যাকিং নিয়ে যাদের কম-বেশী আগ্রহ আছে তারা খুবই মজা পাবেন এই গেমটি খেলে আমার বিশ্বাস ।

গেমটির প্লট হচ্ছে ...এখানে প্রথমে আপনাকে নিজেকে একটি দক্ষ এলিট হ্যাকার হিসেবে গড়ে তুলতে হবে । আর তার জন্য আপনাকে Uplink এর দেয়া সার্ভার থেকে একটা ফাইল চুরি করে আপনার রেটিংস Beginner বানাতে হবে ।

তাহলেই আপনাকে মেইন মিশন গুলোর জন্য হায়ার করা হবে। প্রতিটি মিশন সাকসেসফুলি কমপ্লেট করতে পারলে আপনাকে ভার্চুয়াল ক্রেডিট দেয়া হবে এবং আপনার রেটিংস আস্তে আস্তে হাই হতে থাকবে । রেটিংস যত হাই হবে ,আপনি ততই ক্রেডিট আয়ের পরিমাণ বেড়ে যাবে এবং আরো কঠিন কঠিন মিশন খেলতে পারবেন । ক্রেডিট গুলো দিয়ে আপনি হ্যাকিং টুলস আর হার্ডওয়্যার আপগ্রেড করতে পারবেন । তবে হ্যাঁ , মিশন গুলো খেলার সময় আপনাকে ট্রেস হওয়া থেকে বাঁচতে হবে অথবা ট্রেস হওয়ার আগেই মিশন কমপ্লিট করতে হবে ।

কারণ আপনি যতবার ট্রেস হবেন ততবার আপনার ক্রিমিনাল রেকর্ড বাড়তে থাকবে এবং আপনাকে পরবর্তী মিশন গুলোর জন্য হায়ার করা হবে না । এবং এতে একসময় আপনি ধরা পড়বেন আর গেম ওভার হয়ে যাবে।

এখানে বিভিন্ন ধরনের মিশন আছে ,ছোট থেকে বড় ...যেমন :- বিভিন্ন কোম্পানীর সার্ভার থেকে গুরুত্বপূর্ণ ফাইল চুরি করা অথবা ডিলিট করে দেয়া, একাডেমিক ডাটাবেজ থেকে কারো একাডেমিক অথবা পার্সোনাল স্ট্যাটাস চেঞ্জ করে দেয়া , ক্রিমিনাল ডাটাবেজ থেকে বিভিন্ন ক্রিমিনালদের রেকর্ড মুছে দেয়া অথবা এড করে দেয়া, কোন কোম্পানির সার্ভারে ঢুকে পুরো মেইনফ্রেম ধ্বংস করে দেয়া, হ্যাকারদের ট্রেস করা ......(আরো অনেক) এবং ...Obviously ....ব্যাংক একাউন্ট হ্যাক করা।

গেমটা শুরু করতে হলে আপনাকে এজেন্ট হিসেবে আগে রেজিস্টার্ড হতে হবে , তাই শুরুতেই সাইন আপ করার পর আপনার কাছে একটা বিশেষ কোড চাইবে (কলাম এবং রো অনুসারে- উদাঃ A রো এর 16 নং কলাম)... কোডটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ...আপনারা সম্ভব হলে পেজটাকে পিডিএফ বানিয়ে নিবেন ,তাহলে সুবিধা হবে । পিডিএফ ফাইল আপলোড করতে পারছি না বলে দুঃখিত।

এই কোড ছাড়া আপনারা গেমটিতে প্রবেশ করতে পারবেন না । লিঙ্ক এখানে ।

গেমটির অনেক টিউটোরিয়াল ইউটিউবে আছে । আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরও আমি একটি পিডিএফ এর লিঙ্ক দিচ্ছে যেটা আপনাদের মোটামুটি গাইড করতে পারবে এবং গেমটির বিভিন্ন অংশের সাথে পরিচিত হতে সাহায্য করবে।

লিঙ্ক এখানে ।

আর গেমসটির ফুল ভার্সন ডাউনলোড করুন এখান থেকে ...

এটি নিয়ে আগে টিউন করা হয়েছে কিনা আমার জানা নেই। না করার সম্ভাবনাই বেশী । তারপরও ...টিউনে ভূল ত্রুটি দেখলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি । নিচে গেমটির কিছু স্ক্রীনশট দিলাম।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.