আমাদের কথা খুঁজে নিন

   

অভিজিৎ কুণ্ডু প্রণীত দেহবিতান

পরিদৃশ্যমান সত্তা

আসঙ্গ পিপাসু পান করবো কৃষ্ণত্ব এবং কুয়াশা... বিশতলা অন্ধকার বেয়ে আমি উপরের দিকে উঠে আসছি মুনা তোমার বুকে টেপি ধানের গন্ধ পাচ্ছি দ্বিধামন্থনের ঘোড়া ধাক্কা দিয়ে ফেলে দাও মৃত্যুর পাশে প্রণয় তৃষ্ণা বরাবরই তীব্রতর... ঝরে পড়া আকন্দপাতার মতো আমার কোনো বেদনা নেই শমসের আনোয়ার আত্মহত্যা করেছেন বহুদিন হলো এসব কথা রেখে এসেছি চন্দনগড়ের রাজকন্যার কাছে... ০২. তুমি কি বাথটাবে, স্যাঁতসেঁতে এবং ওমনি-গরম-জল নিয়ে শুয়ে আছো! এ-দৃশ্যে জর্জিয়ার পাহাড়ে রোদ ওঠে। পিরুজমানির পেইন্টিং হতে হঠাৎ লাফিয়ে-ওঠা সিংহকে সঙ্গে নিয়ে তোমার দিকে ছুটে যাই আমি মূলত শূক্রগুলোকে সাঁতার শেখাতে স্নানঘরে যাই তবুও কান্না আসে, জগতের সবাই কেন যে ওয়াশিং মেশিনে প্রত্নগন্ধ ধুয়ে ফ্যালে... ০৩. আমি দুঃখিত শ্রমজীবিদের হৃদপিণ্ডের ধোঁয়ায় আমার কাঁচের জানালাটা ময়লা হয়ে আছে এখন বসে পড়ো মুনা তুমিহীন রক্তের লিফটগুলো গ্রন্থি বেয়ে উপরেই ওঠে নামতে পারে না সন্ধ্যে হবার আগেই শ্রমিকেরা মগজ লেই করে সবকিছু পরিষ্কার করে দেবে, তুমি দেখে নিয়ো তারপর তারা বে-অব-বেঙ্গলে ডুবে যাবে আর কোনোদিন ভাসবে না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.