আমাদের কথা খুঁজে নিন

   

বুকের ভেতর জল পুকুরে জমছে মান………পুড়বি তুই!

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

বুকের ভেতর জল পুকুরে জমছে মান পুড়বি তুই রক্ত নদের তপ্ত স্রোতে হঠাৎ ঢেউ যখন ছুঁই উদাস বাতাস কাঁপন ধরায় ওই দূরের ঝাউ শাখায় জোৎস্না সিঁড়ি ভাঙলো পরীর নিরর্গল শ্বেত পাখায় ছন্নছাড়া এক আকাশ বাউন্ডুলে চৈত্র মেঘ ঘুরে বেড়ায় বুকের ভেতর;নীল হাওয়ায় পায় সে বেগ সন্ধ্যা হতে নিভিয়ে বাতি বসে আছি চুপ ঘরে অন্ধকারে কাটিয়ে দিই দীর্ঘপ্রহর তোর তরে আসবি বলেও আসিস নি তুই আর কেন? শাস্তি হোক! বিষাদ চড়ুই খুটিয়ে খায় বুকের ধান সজল চোখ স্পষ্ট কথায় জানিয়ে দিই আর যদি এমন হয় সোজা আমি তোর ঘরের ভাঙবো দ্বার অবশ্যই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।