আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাবলেট পিসির যুগে এলজি



সম্প্রতি ট্যাবলেট কম্পিউটার তৈরির ঘোষণা দিয়েছে আরেক টেক জায়ান্ট এলজি। জানা গেছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে নতুন এই ট্যাবলেট কম্পিউটারটি বানাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর ম্যাশএবল ডটকম-এর। ম্যাশএবল জানিয়েছে, সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর মতে, এলজির নতুন এই ডিভাইসটি চলতি বছরের সেপ্টেম্বরের পরে যে কোনো সময় বাজারে আসতে পারে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্যই জানায়নি এলজি কর্তৃপক্ষ। ম্যাশএবল জানিয়েছে, অ্যাপলের আইপ্যাডের অভিষেকের পর কম্পিউটিংয়ের যুগে যোগ হয়েছে নতুন এক অধ্যায়, ট্যাবলেট পিসি। মূলত মোবাইলের চেয়ে আকারে কিছুটা বড় ও অধিক ক্ষমতাসম্পন্ন ডিভাইসগুলোকেই ট্যাবলেট পিসি বলা হচ্ছে। মাইক্রোসফট ছাড়াও এইচপি ও স্যামসাংসহ বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই ট্যাবলেট কম্পিউটার বাজারে ছেড়েছে বা ছাড়ার ঘোষণা দিয়েছে। ম্যাশএবল আরো জানিয়েছে, কয়েক বছরের মধ্যেই ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা তুঙ্গে উঠবে বলেই কম্পিউটার মার্কেট বিশেষজ্ঞদের মত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।