আমাদের কথা খুঁজে নিন

   

সেই ভারতের খেলার দিনে বাংলাদেশের খেলার শিডিউল ফেলেছে বিসিবি



কয়েকটি কারণ তুলে ধরে আমি কয়েকদিন আগে জানিয়েছিলাম, ভারতের জাতীয় দলের খেলার দিনে বাংলাদেশের আন্তর্জাতিক খেলার তারিখ নির্ধারণ করলে প্রবাসী বাংলাদেশীরা সে খেলা টেলিভিশনের পর্দায় সেগুলো সরাসরি উপভোগ করতে পারে না। ওই কারণে নিউজিল্যান্ডের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় অনেক প্রবাসী দুটি ওডিআই মিস করেছেন। Click This Link বিসিবি সামু ব্লগে আমার মতো এক অধমের লেখা দেখে শিডিউল ঠিক করবে- সেটা আমি ঘুনাক্ষরেও ভাবিনি। কিন্তু আমার দুঃখ, যে বিষয়টি আমার মত নগন্যের চোখে ধরা পড়ে, শিডিউল তৈরির সময় সেটা বিসিবির চোখে ধরা পড়ে না কেন? ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ৫টি খেলা থাকতে হবে, অর্থাৎ প্যাক্‌ড শিডিউল – বুঝলাম। কিন্তু তার অর্থ এই তো নয় যে, ৩রা ডিসেম্বর ভারত-নিউজিল্যান্ডের পূর্ব নির্ধারতি ওডিআই'র দিনেই বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ পাতাতে হবে। ১০ ডিসেম্বরের ম্যাচের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জিম্বাবুয়ের বাংলাদেশ ট্যুর- ১ ডিসেম্বর – বুধবার – প্রথম ওডিআই (মিরপুর) ৩ ডিসেম্বর – শুক্রবার – দ্বিতীয় ওডিআই (মিরপুর) (এদিন ভারত- নিউজিল্যান্ড ওডিআই রয়েছে) ৬ ডিসেম্বর – সোমবার – তৃতীয় ওডিআই (মিরপুর) ১০ ডিসেম্বর – শুক্রবার – চতুর্থ ওডিআই (জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চিটাগং) (এদিনও ভারত- নিউজিল্যান্ড ওডিআই রয়েছে) ১২ ডিসেম্বর – রোববার – পঞ্চম ওডিআই (চিটাগং এর একই ভেন্যুতে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।